করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন পলক ও কাদের মির্জা

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারের কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে সকাল ৯টায় জুনাইদ আহমেদ পলক এ টিকা নেন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি।

এদিকে,  সকাল ৯টায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেন কাদের মির্জা।এর আগে গত ৭ ফেব্রুয়ারি করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, আজ থেকে সারা দেশে একযোগে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশে জাতীয়ভাবে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়। বুধবার (৭ এপ্রিল) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন। এরমধ্যে পুরুষ ৩৪ লাখ ৫৩ হাজার ২৯১ জন এবং নারী ২১ লাখ ১৫ হাজার ৪১২ জন। তাদের মধ্যে ৯৩৯ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৭৫ হাজার ৯৩৯ জন।

Leave A Reply

Your email address will not be published.

Title