জাতির সূর্য সন্তানদের ভালোবাসা ও সম্মান জানিয়ে এমন একটি ফেসবুক স্ট্যাটাস

প্রাইমটিভি বাংলা(অনলাইন)ঃ

“আমিতো যুদ্ধ দেখিনি,আমাকে কোন কঠিন ত্যাগ স্বীকার করতে হয়নি কিন্তু যে দেশের জন্য,যে মানুষের জন্য এই মুক্তিযুদ্ধ,এই ত্যাগের উপাখ্যান, তাদের কল্যাণে যেন অন্তত পক্ষে হৃদয়টাকে দিতে পারি।”জাতির সূর্য সন্তানদের ভালোবাসা ও সম্মান জানিয়ে এমন একটি ফেসবুক স্ট্যাটাস করেছেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি),কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল,

কামরুল হাসান সোহেল

নিচে সকলের জন্য তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলোঃ

“আজ কেরানীগঞ্জ উপজেলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা হাজী সাইদুর রহমান মহোদয়কে জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।যে সকল মহান মানুষের বীরত্ব এবং ত্যাগের বিনিময়ে আমরা জাতি হিসেবে সম্মানিত হয়েছি,হাজী সাইদুর রহমান তাঁদের মধ্যে একজন।শৈশব থেকে কেউ মারা গেলে ভয়ে ঐ বাড়িতেই যেতাম না,অার এখন প্রতিনিয়ত সম্মান জানানোর জন্য সামনেই দাড়াতে হয়।প্রতিটি গার্ড অব অনার হৃদয়ের একেকটি অংশজুড়ে থাকে।বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানোর প্রক্রিয়ার অংশগ্রহণ আমার এই জনমের শ্রেষ্ঠ উপহার। প্রতিবারই সম্মান জানানোর সময় ভাবি; আমিতো যুদ্ধ দেখিনি,আমাকে কোন কঠিন ত্যাগ স্বীকার করতে হয়নি কিন্তু যে দেশের জন্য,যে মানুষের জন্য এই মুক্তিযুদ্ধ,এই ত্যাগের উপাখ্যান, তাদের কল্যাণে যেন অন্তত পক্ষে হৃদয়টাকে দিতে পারি,দায়িত্বের সুযোগে তাদের যেন তাদের ভালবাসতে পারি,তাদের যেন প্রিয়জনদের মতো আপন করে নিতে পারি!প্রয়াত মুক্তিযোদ্ধার প্রতি এটাই হোক অঙ্গীকার!
ইহিদিনাস সিরাতুল মুস্তাকিমঃ মহান আল্লাহ যেন সেই সরল পথের সুযোগ করে দেন।আমিন।”

Leave A Reply

Your email address will not be published.

Title