কেরানীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত

প্রাইম নিউজঃ পুলিশ-জনতা ঐক্য গড়ি,মাদক জঙ্গী নির্মূল করি’’ এ স্লোগানকে সামনে রেখে কেরানীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে কেরানীগঞ্জ মডেল থানার উদ্যোগে এক শোভা যাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার বেলা ১২টায় বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন সভার বিশেষ অতিথি কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার।

এরপর একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কেরানীগঞ্জ মডেল থানা প্রাঙ্গন থেকে শুরু হয়ে কদমতলী নুর ইসলাম কমান্ডার চত্বর প্রদক্ষিন করে পুনরায় মডেল থানা প্রাঙ্গন এসে শেষ হয়।র‌্যালি শেষে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়েরের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কেরানীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার,এসময় বিশেষ অতিথি তার বক্তব্যে অনুষ্ঠানে আগত সকলকে কমিউনিটি পুলিশিং সম্পর্কে অবহিত করেন।সাধারন মানুষের সাথে পুলিশের যে কমিউনিটি বা যোগাযোগ ও সখ্যতাবোধ সে সম্পর্কেও আলোচনা করেন।

আলোচনা সভায় আরো উপস্থিথ ছিলেন ঢাকা জেলা ট্রাফিক দক্ষিন এর ট্রাফিক বিভাগের ট্রাফিক পরিদর্শক (টিআই) নুরুল ইসলাম মল্লিক, কেরানীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শফিক চৌধুরী, ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আজম খান বারকু, কেরানীগঞ্জ কমিউনিটি পুলিশিং এর প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় যুবলীগ নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম , রুহিতপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার জিলানী খোকনসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে কেরানীগঞ্জ মডেল থানা প্রাঙ্গনে পুলিশ এবং সাংবাদিকদের অংশ গ্রহনে একটি প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টর আয়োজন করা হয়

Leave A Reply

Your email address will not be published.

Title