নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হামলা, হত্যার চেষ্টা
অনলাইন ডেস্ক
- আপডেট সময় :
০৮:২৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / 31
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের আবদুল্যাহপুর গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে আবদুল মান্নানের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। সকালে এই হামলার ঘটনা ঘটে।
মান্নানের সাথে এলাকার চিহিৃত সন্ত্রাসী আবুল ফরহাদ হিরার সাথে সম্পত্তি সংক্রান্ত বিরোধ ছিলো। এর জের ধরে সকালে হিরার নেতৃত্বে মান্নানের উপর হামলা চালানো হয়। এ সময় ইট দিয়ে আঘাত করে বৃদ্ধ মান্নানের মাথা থেতলে এবং লাঠি দিয়ে খুচিয়ে চোখ নষ্ট করে দেয়া হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় বৃদ্ধ মান্নানকে উদ্ধার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
নোয়াখালী প্রতিনিধি
নিউজটি শেয়ার করুন