ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছে। বিশ্বের অন্যতম ধনকুবের ও টেসলা, স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক এই দল গঠনের ঘোষণা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রচলিত দুইদলীয় রাজনীতির বাইরে গিয়ে দেশের স্বাধীনতা রক্ষায় কাজ করবে তার নতুন দল।
শনিবার (৬ জুলাই) ইলন মাস্ক তার মালিকানাধীন এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ঘোষণা দেন, “আজ ‘আমেরিকা পার্টি’ গঠিত হলো, আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে।”
কেন ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠন?
ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পেছনে অন্যতম কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি। ২০২৪ সালের নির্বাচনে মাস্ক ট্রাম্পকে সমর্থন করেছিলেন এবং ট্রাম্পকে পুনর্নির্বাচিত করতে প্রায় ২৫০ মিলিয়ন ডলার খরচ করেছিলেন। নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই)-এর দায়িত্বও নিয়েছিলেন তিনি।
তবে, মে মাসে ইলন মাস্ক প্রশাসন থেকে বেরিয়ে এসে ট্রাম্পের ব্যয়ের নীতির সমালোচনা শুরু করেন। ট্রাম্পের “বিগ বিউটিফুল বিল” নামে পরিচিত ব্যয় পরিকল্পনাকে দেউলিয়ার দিকেই ধাবিত বলেও মন্তব্য করেন মাস্ক। এর পরেই ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত পাওয়া যায়।
জনগণের ইচ্ছা থেকে জন্ম
ট্রাম্পের সঙ্গে বিরোধের সময় মাস্ক এক্স-এ জরিপ নেন, যেখানে তিনি অনুসারীদের জিজ্ঞাসা করেন যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দলের প্রয়োজন আছে কিনা। জরিপে ২:১ ব্যবধানে মানুষ নতুন রাজনৈতিক দল চাওয়ায় মাস্ক বলেন, “মানুষ নতুন রাজনৈতিক দল চেয়েছে, এবং তারা সেটি পেতে যাচ্ছে।”
‘আমেরিকা পার্টি’র লক্ষ্য
ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ যুক্তরাষ্ট্রে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির বিকল্প হবে বলে জানানো হয়েছে। এখনো দলটির পূর্ণ কাঠামো, নীতি এবং নেতৃত্বের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে মাস্ক জানিয়েছেন, “আমরা এমন এক দেশে বাস করছি যেখানে অপচয় এবং দুর্নীতির মাধ্যমে দেশ দেউলিয়ার পথে। এই দল সেই চক্র ভাঙতে কাজ করবে।”
যুক্তরাষ্ট্রে নিরাপত্তা নিয়ে জটিলতা
এই ঘোষণার দিনেই আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ট্রাম্পের নিউ জার্সির গলফ ক্লাবের আকাশসীমায় নিষেধাজ্ঞা ভেঙে একটি বেসরকারি বিমান প্রবেশ করলে এফ-১৬ যুদ্ধবিমান সেটিকে সরিয়ে দেয়। নোরাড জানিয়েছে, “হেডবাট ম্যানুভার” ব্যবহার করে বিমানটিকে বের করে আনা হয়।
ইলন মাস্কের নতুন রাজনৈতিক দলের প্রভাব
বিশ্লেষকরা মনে করছেন, ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। মাস্কের প্রযুক্তি ও ব্যবসায়িক প্রভাব দলটিকে সহজেই জনপ্রিয় করে তুলতে পারে। যদি মাস্ক তার দলকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে নিবন্ধন করেন, তবে আগামী নির্বাচনগুলোতে তা বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের দুইদলীয় রাজনৈতিক প্রথায় নতুন দিক খুলে যাচ্ছে। দেশজুড়ে বাজেট অপচয় ও দুর্নীতি রোধে দলটির কার্যক্রম এবং নীতিগত অবস্থান জনগণের সমর্থন পাবে কিনা, তা সময়ই বলে দেবে। তবে মাস্কের নেতৃত্বে ‘আমেরিকা পার্টি’ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি করবে, তা নিশ্চিত।