ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে বিএনপির বিজয় র‍্যালি ও পথসভা, স্বৈরাচারের পতনের ডাক শিক্ষার্থী রাসেল হত্যার বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন নাগেশ্বরীতে বিএনপি নেতার বিরুদ্ধে জনতার বিক্ষোভ কুষ্টিয়া মিরপুর মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিল, ইয়াবা ও পলিথিন উদ্ধার রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াণ দিবস: বিশ্বকবির প্রতি বাঙালির শ্রদ্ধাঞ্জলি জাতির উদ্দেশ্যে ভাষণ ও নির্বাচন ঘোষণা: বিএনপির প্রতিক্রিয়া ঠাকুরগাঁও কলেজছাত্র আটক: বিজয় কনসার্টে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা নিয়ে বিতর্ক পিটার হাস এনসিপি বৈঠক গুজব: তিনি আছেন ওয়াশিংটনে জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি ২০২৬ – মুহাম্মদ ইউনূস ঘোষণা

ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা নিয়ে বিতর্ক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ আগস্ট ২০২৫ ৮ বার পড়া হয়েছে

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকা পুরোপুরি পুনর্দখলের প্রস্তাব দিতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। নিরাপত্তা ক্যাবিনেটের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব তুলবেন।

মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি

সংবাদমাধ্যমটি বলছে, এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে স্থানীয় সাংবাদিকরা বলেন, “নির্ধারিত হয়ে গেছে— আমরা গাজা পুরোপুরি দখল করব এবং হামাসকে পরাজিত করব।”

তবে ইসরায়েলি সেনাবাহিনীপ্রধান ও অন্য সামরিক কর্মকর্তারা এই পরিকল্পনার বিরোধিতা করছেন এমন খবরে ওই কর্মকর্তা বলেন, “সেনাপ্রধানের যদি এটা পছন্দ না হয়, তাহলে তার পদত্যাগ করা উচিত।”

এদিকে এই প্রস্তাব ঘিরে গাজায় আটক থাকা বন্দিদের পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, মোট ৫০ জনের মধ্যে ২০ জন এখনো জীবিত আছেন। এক জরিপে দেখা গেছে, প্রতি চারজন ইসরায়েলির মধ্যে তিনজনই চায়, একটি যুদ্ধবিরতি চুক্তি হোক যাতে বন্দিদের মুক্ত করা সম্ভব হয়।

এছাড়া ইসরায়েলের ঘনিষ্ঠ বহু মিত্রদেশও গাজা দখলের এমন পদক্ষেপের বিরোধিতা করতে পারে, কারণ তারা যুদ্ধ বন্ধের পাশাপাশি মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়ে আসছে।

ইসরায়েলের ভেতরেও এই পরিকল্পনার বিরোধিতা রয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানরাসহ শতাধিক সাবেক নিরাপত্তা কর্মকর্তা নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করে যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

তাদের একজন দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক প্রধান আমি আয়ালন। তিনি বিবিসিকে বলেন, “সামরিক দিক দিয়ে হামাস ধ্বংস হয়ে গেছে। কিন্তু একটি আদর্শ হিসেবে এটি এখন আরও শক্তিশালী হচ্ছে, ফিলিস্তিনিদের মধ্যে, আরব বিশ্বে, এমনকি পুরো মুসলিম দুনিয়াতেই।”

তিনি বলেন, “হামাসের আদর্শকে পরাজিত করতে হলে আরও ভালো ভবিষ্যতের দৃষ্টান্ত দিতে হবে।”

বিবিসি বলছে, এ প্রস্তাব এমন এক সময়ে সামনে এলো, যখন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা ভেঙে গেছে। এদিকে হামাস তিনটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দুই ইসরায়েলি বন্দি — রোম ব্লাস্লাভস্কি ও এভিয়াতার ডেভিড — অত্যন্ত দুর্বল ও কৃশকায় অবস্থায় রয়েছেন বলে দেখা যায়। ডেভিডকে একটি টানেলে নিজের কবর খুঁড়তেও দেখা গেছে।

কিছু বিশ্লেষক মনে করছেন, নেতানিয়াহুর এই ঘোষণাগুলো আসলে হামাসকে নতুন চুক্তির জন্য চাপ দেওয়ার কৌশলও হতে পারে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা ইতোমধ্যে গাজার ৭৫ শতাংশ এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী তারা পুরো গাজা দখলের লক্ষ্য নিয়েছে। গাজায় এখন ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি বসবাস করছেন।

এ পরিকল্পনা বাস্তবায়িত হলে বেসামরিক জনগণ এবং জাতিসংঘসহ বিভিন্ন মানবিক সহায়তা সংস্থার কাজ কীভাবে চলবে, তা এখনও স্পষ্ট নয়। গাজার ৯০ শতাংশ বাসিন্দাই বাস্তুচ্যুত হয়েছেন এবং বহু জায়গায় চরম মানবিক সংকটে পড়েছেন।

জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো অভিযোগ করছে, ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত করছে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা নিয়ে বিতর্ক

আপডেট সময় : ০৯:৩৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ আগস্ট ২০২৫

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকা পুরোপুরি পুনর্দখলের প্রস্তাব দিতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। নিরাপত্তা ক্যাবিনেটের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব তুলবেন।

মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি

সংবাদমাধ্যমটি বলছে, এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে স্থানীয় সাংবাদিকরা বলেন, “নির্ধারিত হয়ে গেছে— আমরা গাজা পুরোপুরি দখল করব এবং হামাসকে পরাজিত করব।”

তবে ইসরায়েলি সেনাবাহিনীপ্রধান ও অন্য সামরিক কর্মকর্তারা এই পরিকল্পনার বিরোধিতা করছেন এমন খবরে ওই কর্মকর্তা বলেন, “সেনাপ্রধানের যদি এটা পছন্দ না হয়, তাহলে তার পদত্যাগ করা উচিত।”

এদিকে এই প্রস্তাব ঘিরে গাজায় আটক থাকা বন্দিদের পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, মোট ৫০ জনের মধ্যে ২০ জন এখনো জীবিত আছেন। এক জরিপে দেখা গেছে, প্রতি চারজন ইসরায়েলির মধ্যে তিনজনই চায়, একটি যুদ্ধবিরতি চুক্তি হোক যাতে বন্দিদের মুক্ত করা সম্ভব হয়।

এছাড়া ইসরায়েলের ঘনিষ্ঠ বহু মিত্রদেশও গাজা দখলের এমন পদক্ষেপের বিরোধিতা করতে পারে, কারণ তারা যুদ্ধ বন্ধের পাশাপাশি মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়ে আসছে।

ইসরায়েলের ভেতরেও এই পরিকল্পনার বিরোধিতা রয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানরাসহ শতাধিক সাবেক নিরাপত্তা কর্মকর্তা নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করে যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

তাদের একজন দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক প্রধান আমি আয়ালন। তিনি বিবিসিকে বলেন, “সামরিক দিক দিয়ে হামাস ধ্বংস হয়ে গেছে। কিন্তু একটি আদর্শ হিসেবে এটি এখন আরও শক্তিশালী হচ্ছে, ফিলিস্তিনিদের মধ্যে, আরব বিশ্বে, এমনকি পুরো মুসলিম দুনিয়াতেই।”

তিনি বলেন, “হামাসের আদর্শকে পরাজিত করতে হলে আরও ভালো ভবিষ্যতের দৃষ্টান্ত দিতে হবে।”

বিবিসি বলছে, এ প্রস্তাব এমন এক সময়ে সামনে এলো, যখন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা ভেঙে গেছে। এদিকে হামাস তিনটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দুই ইসরায়েলি বন্দি — রোম ব্লাস্লাভস্কি ও এভিয়াতার ডেভিড — অত্যন্ত দুর্বল ও কৃশকায় অবস্থায় রয়েছেন বলে দেখা যায়। ডেভিডকে একটি টানেলে নিজের কবর খুঁড়তেও দেখা গেছে।

কিছু বিশ্লেষক মনে করছেন, নেতানিয়াহুর এই ঘোষণাগুলো আসলে হামাসকে নতুন চুক্তির জন্য চাপ দেওয়ার কৌশলও হতে পারে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা ইতোমধ্যে গাজার ৭৫ শতাংশ এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী তারা পুরো গাজা দখলের লক্ষ্য নিয়েছে। গাজায় এখন ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি বসবাস করছেন।

এ পরিকল্পনা বাস্তবায়িত হলে বেসামরিক জনগণ এবং জাতিসংঘসহ বিভিন্ন মানবিক সহায়তা সংস্থার কাজ কীভাবে চলবে, তা এখনও স্পষ্ট নয়। গাজার ৯০ শতাংশ বাসিন্দাই বাস্তুচ্যুত হয়েছেন এবং বহু জায়গায় চরম মানবিক সংকটে পড়েছেন।

জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো অভিযোগ করছে, ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত করছে।