ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নিয়মিত লেগস্পিনার খেলানো ও সাকিবকে নিয়ে যা বললেন তানজিম

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 16

বাংলাদেশ দলে বর্তমানে প্রায় নিয়মিতই খেলছেন রিশাদ হোসেন। যদিও ফর্ম ও দলীয় সমন্বয় বিবেচনায় তাকে মাঝে মাঝে দলের বাইরেও রাখা হয়। কখনও কখনও খরুচে হলেও ব্রেকথ্রু দেওয়ার সামর্থ্য রাখেন লেগস্পিনাররা। তাই তো বিশ্বজুড়ে এখন রিস্ট স্পিনারদের বেশ চাহিদা। সেই প্রয়োজনীয়তাই নতুন করে বললেন জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব। 

আফগানিস্তানের বিপক্ষে আজ (শনিবার) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বললেন, ‘শুধু বাংলাদেশ না, বিশ্ব ক্রিকেটেই প্রত্যেক ব্যাটার লেগস্পিনের বিপক্ষে ভোগে। প্রত্যেক দলে লেগ স্পিনার রাখাই হয় ব্রেকথ্রু দেওয়ার জন্য। এমন স্পিনার (প্রতিপক্ষের জন্য) খতরনাক হয়ে থাকে। আমি মনে করি, আরেকটু মানিয়ে, ট্যাকটিক্স ব্যবহার করে কীভাবে তাদের খেলা যায়, সেদিকে মনোযোগ দেওয়া উচিত।’

এদিকে, গেল এক বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে না পারার পাশাপাশি দেশেও আসতে পারছেন না তিনি। তবে সাকিবের মতো একজন অলরাউন্ডার পুরো বিশ্বে একজন–ই বলে দাবি তার তানজিম সাকিবের।

তিনি বলেন, ‘সাকিব (সাকিব আল হাসান) ভাই তো পুরো বিশ্বে একজন। সাকিব ভাই দলে থাকা মানে একটা বোলার ও ব্যাটার নিয়ে টেনশন করতে হচ্ছে না। এরকম অলরাউন্ডার দুর্লভ। উনার ব্যাকআপ পাওয়া, দলে তৈরি করা খুব কঠিন। যথাসম্ভব আমরা চেষ্টা করব। বোলার-ব্যাটাররা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে এই অভাব পূরণ করতে পারব।’

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিয়মিত লেগস্পিনার খেলানো ও সাকিবকে নিয়ে যা বললেন তানজিম

আপডেট সময় : ১২:৩৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

বাংলাদেশ দলে বর্তমানে প্রায় নিয়মিতই খেলছেন রিশাদ হোসেন। যদিও ফর্ম ও দলীয় সমন্বয় বিবেচনায় তাকে মাঝে মাঝে দলের বাইরেও রাখা হয়। কখনও কখনও খরুচে হলেও ব্রেকথ্রু দেওয়ার সামর্থ্য রাখেন লেগস্পিনাররা। তাই তো বিশ্বজুড়ে এখন রিস্ট স্পিনারদের বেশ চাহিদা। সেই প্রয়োজনীয়তাই নতুন করে বললেন জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব। 

আফগানিস্তানের বিপক্ষে আজ (শনিবার) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বললেন, ‘শুধু বাংলাদেশ না, বিশ্ব ক্রিকেটেই প্রত্যেক ব্যাটার লেগস্পিনের বিপক্ষে ভোগে। প্রত্যেক দলে লেগ স্পিনার রাখাই হয় ব্রেকথ্রু দেওয়ার জন্য। এমন স্পিনার (প্রতিপক্ষের জন্য) খতরনাক হয়ে থাকে। আমি মনে করি, আরেকটু মানিয়ে, ট্যাকটিক্স ব্যবহার করে কীভাবে তাদের খেলা যায়, সেদিকে মনোযোগ দেওয়া উচিত।’

এদিকে, গেল এক বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে না পারার পাশাপাশি দেশেও আসতে পারছেন না তিনি। তবে সাকিবের মতো একজন অলরাউন্ডার পুরো বিশ্বে একজন–ই বলে দাবি তার তানজিম সাকিবের।

তিনি বলেন, ‘সাকিব (সাকিব আল হাসান) ভাই তো পুরো বিশ্বে একজন। সাকিব ভাই দলে থাকা মানে একটা বোলার ও ব্যাটার নিয়ে টেনশন করতে হচ্ছে না। এরকম অলরাউন্ডার দুর্লভ। উনার ব্যাকআপ পাওয়া, দলে তৈরি করা খুব কঠিন। যথাসম্ভব আমরা চেষ্টা করব। বোলার-ব্যাটাররা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে এই অভাব পূরণ করতে পারব।’