ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

২২ এজেন্ডা নিয়ে বাফুফে সভা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / 4

আগামীকাল (বুধবার) বাফুফের পঞ্চম সাধারণ নির্বাহী সভা। বিকেল সাড়ে তিনটায় এই সভার ভেন্যু রাজধানীর পুলিশ প্লাজার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হল। বিগত সভা মুলতবি হওয়ায় এবারের এজেন্ডা বাইশটি। 

প্রথম তিনটি এজেন্ডা ঢাকায় আয়োজিত বাংলাদেশ দলের হোম ম্যাচ নিয়ে। ১০ জুন হওয়া সিঙ্গাপুর ম্যাচের আয়-ব্যয়ের হিসাব এখনো আনুষ্ঠানিকভাবে অনুমোদন হয়নি। কালকের আলোচ্যসূচিতে হংকং, ভারতের পাশাপাশি নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের হিসাব থাকলেও নেই ৪ জুন বাংলাদেশ-ভুটান ম্যাচের বিষয়টি।

হামজা-জামালদের ম্যাচের আয়-ব্যয়ের হিসাব এজেন্ডায় থাকলেও নেই কোচ ক্যাবরেরার বিষয়। আগামী মার্চ পর্যন্ত তার চুক্তি। এশিয়া কাপ খেলতে ব্যর্থ হওয়ার পর কোচের ভবিষ্যত নির্ধারণে ফেডারেশন এখনো কোনো পদক্ষেপ নেয়নি। ভারত ম্যাচ শেষ হয়েছে দুই সপ্তাহের বেশি। জাতীয় দল কমিটির কোনো সভাও হয়নি। যেই কমিটিতে মূলত কোচের পারফরম্যান্স চুলচেরা বিশ্লেষণ হওয়ার কথা।

গত বছর ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হয়েছিল। ৯ নভেম্বর নির্বাহী কমিটির প্রথম সভায় বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি গঠন হয়। ফিন্যান্স ছাড়া বাকি সকল কমিটির মেয়াদ ছিল ১ বছর। সেই অনুযায়ী সকল কমিটির মেয়াদই শেষ। আগামীকালের সভায় বিভিন্ন উপ কমিটি পর্যালোচনা হবে। কিছু কমিটিতে রদবদল আসতে পারে।

বাফুফের ফেসবুক পেজ এখন বেশ সক্রিয়। বাফুফে ডিজিটাল মিডিয়া কমিটি সার্ভিস এজেন্সি নিয়োগ করতে চায়। বিগত এক সভায় এ নিয়ে আলোচনা হলেও এবার আনুষ্ঠানিক এজেন্ডায় রয়েছে বিষয়টি।

বাফুফের আয়ের সিংহভাগ আসে ফিফা ও এএফসির অনুদান থেকে। ব্র্যাক ব্যাংকের মাধ্যমে বাফুফে ফিফা-এএফসি এবং সাধারণ ব্যাংকিং কার্যক্রম করতো। ব্র্যাক ব্যাংক থেকে অন্য ব্যাংকে হিসাব খুলতে চায় ফেডারেশন। কালকের সভায় সেটা অনুমোদনের জন্য তোলা হবে। বাফুফের আরেকটি আয়ের মাধ্যমে বিভিন্ন কোচিং কোর্সের ফি। সেটাও বাফুফের সাধারণ হিসাবে জমা হয়। তাই টেকনিক্যাল কমিটির অধীনে কোচিং কোর্স ফি সংক্রান্ত আলাদা একটি একাউন্ট করার বিষয়টি আলাদা একটি আলোচ্যসূচি হিসেবে অন্তর্ভুক্ত।

ফিফার অর্থায়নে সম্প্রতি কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে ভবন সংলগ্ন আরামবাগ বালুর মাঠে আর্টিফিশিয়াল টার্ফ বসেছে। কিছু অংশ অতিরিক্ত রয়েছে, সেটা প্রতিস্থাপনকারী প্রতিষ্ঠান গ্রিনফিল্ডকে ফেরৎ দিতে চায় ফেডারেশন। ফিফার অর্থায়নে কক্সবাজারে টেকনিক্যাল সেন্টার নির্মাণ করবে সেটার অগ্রগতিও আলোচনা হবে কালকের সভায়। জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফেকে জেলা পর্যায়ের আটটি স্টেডিয়াম প্রদান করতে চায়। সেই স্টেডিয়াম কীভাবে গ্রহণ ও ব্যবস্থাপনা হবে সেটাও আলোচ্যসূচি হিসেবে রয়েছে। আগামী বছরের ফুটবল ক্যালেন্ডার, সাফ ফুটসাল, জাতীয় অ-১৫ চ্যাম্পিয়নশিপ, নারী ফুটবল লিগ ছাড়াও সাধারণ সম্পাদক, টেকনিক্যাল ডিরেক্টর সামগ্রিক প্রতিবেদন দেবেন। সেটার ভিত্তিতেও হবে কিছু আলোচনা।

বাফুফে নির্বাহী সভা সাধারণত বাফুফে ভবনেই হয়। তাবিথ আউয়াল বাফুফে সভাপতি হওয়ার পর দুটি নির্বাহী সভা দুই রিসোর্টে হয়েছে। এবার একটি ব্যবসায়িক সংগঠনের অফিসের হলে হচ্ছে। বাফুফের নিয়মিত চার সভার মধ্যে দুটি মুলতবি ছিল। সকল এজেন্ডা আলোচনা হয়নি। এবার পঞ্চম সভায় এজেন্ডা বাইশটি, আবার বিকেল সাড়ে তিনটায় শুরু। এই সভা মুলতবি হয় কিনা সেটাই দেখার বিষয়।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২২ এজেন্ডা নিয়ে বাফুফে সভা

আপডেট সময় : ০২:৫২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

আগামীকাল (বুধবার) বাফুফের পঞ্চম সাধারণ নির্বাহী সভা। বিকেল সাড়ে তিনটায় এই সভার ভেন্যু রাজধানীর পুলিশ প্লাজার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হল। বিগত সভা মুলতবি হওয়ায় এবারের এজেন্ডা বাইশটি। 

প্রথম তিনটি এজেন্ডা ঢাকায় আয়োজিত বাংলাদেশ দলের হোম ম্যাচ নিয়ে। ১০ জুন হওয়া সিঙ্গাপুর ম্যাচের আয়-ব্যয়ের হিসাব এখনো আনুষ্ঠানিকভাবে অনুমোদন হয়নি। কালকের আলোচ্যসূচিতে হংকং, ভারতের পাশাপাশি নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের হিসাব থাকলেও নেই ৪ জুন বাংলাদেশ-ভুটান ম্যাচের বিষয়টি।

হামজা-জামালদের ম্যাচের আয়-ব্যয়ের হিসাব এজেন্ডায় থাকলেও নেই কোচ ক্যাবরেরার বিষয়। আগামী মার্চ পর্যন্ত তার চুক্তি। এশিয়া কাপ খেলতে ব্যর্থ হওয়ার পর কোচের ভবিষ্যত নির্ধারণে ফেডারেশন এখনো কোনো পদক্ষেপ নেয়নি। ভারত ম্যাচ শেষ হয়েছে দুই সপ্তাহের বেশি। জাতীয় দল কমিটির কোনো সভাও হয়নি। যেই কমিটিতে মূলত কোচের পারফরম্যান্স চুলচেরা বিশ্লেষণ হওয়ার কথা।

গত বছর ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হয়েছিল। ৯ নভেম্বর নির্বাহী কমিটির প্রথম সভায় বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি গঠন হয়। ফিন্যান্স ছাড়া বাকি সকল কমিটির মেয়াদ ছিল ১ বছর। সেই অনুযায়ী সকল কমিটির মেয়াদই শেষ। আগামীকালের সভায় বিভিন্ন উপ কমিটি পর্যালোচনা হবে। কিছু কমিটিতে রদবদল আসতে পারে।

বাফুফের ফেসবুক পেজ এখন বেশ সক্রিয়। বাফুফে ডিজিটাল মিডিয়া কমিটি সার্ভিস এজেন্সি নিয়োগ করতে চায়। বিগত এক সভায় এ নিয়ে আলোচনা হলেও এবার আনুষ্ঠানিক এজেন্ডায় রয়েছে বিষয়টি।

বাফুফের আয়ের সিংহভাগ আসে ফিফা ও এএফসির অনুদান থেকে। ব্র্যাক ব্যাংকের মাধ্যমে বাফুফে ফিফা-এএফসি এবং সাধারণ ব্যাংকিং কার্যক্রম করতো। ব্র্যাক ব্যাংক থেকে অন্য ব্যাংকে হিসাব খুলতে চায় ফেডারেশন। কালকের সভায় সেটা অনুমোদনের জন্য তোলা হবে। বাফুফের আরেকটি আয়ের মাধ্যমে বিভিন্ন কোচিং কোর্সের ফি। সেটাও বাফুফের সাধারণ হিসাবে জমা হয়। তাই টেকনিক্যাল কমিটির অধীনে কোচিং কোর্স ফি সংক্রান্ত আলাদা একটি একাউন্ট করার বিষয়টি আলাদা একটি আলোচ্যসূচি হিসেবে অন্তর্ভুক্ত।

ফিফার অর্থায়নে সম্প্রতি কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে ভবন সংলগ্ন আরামবাগ বালুর মাঠে আর্টিফিশিয়াল টার্ফ বসেছে। কিছু অংশ অতিরিক্ত রয়েছে, সেটা প্রতিস্থাপনকারী প্রতিষ্ঠান গ্রিনফিল্ডকে ফেরৎ দিতে চায় ফেডারেশন। ফিফার অর্থায়নে কক্সবাজারে টেকনিক্যাল সেন্টার নির্মাণ করবে সেটার অগ্রগতিও আলোচনা হবে কালকের সভায়। জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফেকে জেলা পর্যায়ের আটটি স্টেডিয়াম প্রদান করতে চায়। সেই স্টেডিয়াম কীভাবে গ্রহণ ও ব্যবস্থাপনা হবে সেটাও আলোচ্যসূচি হিসেবে রয়েছে। আগামী বছরের ফুটবল ক্যালেন্ডার, সাফ ফুটসাল, জাতীয় অ-১৫ চ্যাম্পিয়নশিপ, নারী ফুটবল লিগ ছাড়াও সাধারণ সম্পাদক, টেকনিক্যাল ডিরেক্টর সামগ্রিক প্রতিবেদন দেবেন। সেটার ভিত্তিতেও হবে কিছু আলোচনা।

বাফুফে নির্বাহী সভা সাধারণত বাফুফে ভবনেই হয়। তাবিথ আউয়াল বাফুফে সভাপতি হওয়ার পর দুটি নির্বাহী সভা দুই রিসোর্টে হয়েছে। এবার একটি ব্যবসায়িক সংগঠনের অফিসের হলে হচ্ছে। বাফুফের নিয়মিত চার সভার মধ্যে দুটি মুলতবি ছিল। সকল এজেন্ডা আলোচনা হয়নি। এবার পঞ্চম সভায় এজেন্ডা বাইশটি, আবার বিকেল সাড়ে তিনটায় শুরু। এই সভা মুলতবি হয় কিনা সেটাই দেখার বিষয়।