ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি করবে, খুবই আশাবাদী যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / 2

যুদ্ধ বন্ধে রাশিয়া-ইউক্রেন চুক্তিতে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (১ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভেট সাংবাদিকদের এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কোতে গেছেন। তার এ সফরের মধ্যে এ আশাবাদ জানাল হোয়াইট হাউজ।

ট্রাম্প এ যুদ্ধ বন্ধে কঠোর পরিশ্রম করছে উল্লেখ করে প্রেস সচিব ক্যারোলিন আরও বলেন, “আমি মনে করি চুক্তির ব্যাপারে ট্রাম্প প্রশাসন খুবই আশাবাদী। তারা সত্যিকার অর্থে এ যুদ্ধ বন্ধে খুবই কঠোর পরিশ্রম করছেন। গতকাল ফ্লোরিডায় ইউক্রেনীয়দের সঙ্গে আমাদের বেশ ভালো আলোচনা হয়েছে। আর এখন বিশেষ দূত স্টিভ উইটকোফ মস্কোতে যাচ্ছেন।”

গত রোববার ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্টিভ উইটকোফ। ওই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এরপর সোমবারও তিনি ফের ইউক্রেনীয়দের সঙ্গে আলোচনা করেন।

ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরোভ বলেছেন, আলোচনায় বেশ ভালো অগ্রগতি হয়েছে। তবে কিছু বিষয় অমিমাংসিত রয়ে গেছে।

চুক্তির অংশ হিসেবে রাশিয়া ইউক্রেনের দনবাসের পুরো অঞ্চল তাদের হাতে তুলে দেওয়ার দাবি করেছে। কিন্তু দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা কোনো ভূখণ্ড ছাড়তে রাজি নয়।

চুক্তি হলে যুক্তরাষ্ট্র দনবাসের দোনেৎস্ক, লুহানস্ক এবং ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে। অপরদিকে ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি দেবে। কিন্তু সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার যে দাবি ইউক্রেন করেছিল, সেটিতে মার্কিনিরা সমর্থন দেবে না।

সূত্র: দ্য নিউ আরব

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি করবে, খুবই আশাবাদী যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৩:১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

যুদ্ধ বন্ধে রাশিয়া-ইউক্রেন চুক্তিতে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (১ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভেট সাংবাদিকদের এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কোতে গেছেন। তার এ সফরের মধ্যে এ আশাবাদ জানাল হোয়াইট হাউজ।

ট্রাম্প এ যুদ্ধ বন্ধে কঠোর পরিশ্রম করছে উল্লেখ করে প্রেস সচিব ক্যারোলিন আরও বলেন, “আমি মনে করি চুক্তির ব্যাপারে ট্রাম্প প্রশাসন খুবই আশাবাদী। তারা সত্যিকার অর্থে এ যুদ্ধ বন্ধে খুবই কঠোর পরিশ্রম করছেন। গতকাল ফ্লোরিডায় ইউক্রেনীয়দের সঙ্গে আমাদের বেশ ভালো আলোচনা হয়েছে। আর এখন বিশেষ দূত স্টিভ উইটকোফ মস্কোতে যাচ্ছেন।”

গত রোববার ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্টিভ উইটকোফ। ওই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এরপর সোমবারও তিনি ফের ইউক্রেনীয়দের সঙ্গে আলোচনা করেন।

ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরোভ বলেছেন, আলোচনায় বেশ ভালো অগ্রগতি হয়েছে। তবে কিছু বিষয় অমিমাংসিত রয়ে গেছে।

চুক্তির অংশ হিসেবে রাশিয়া ইউক্রেনের দনবাসের পুরো অঞ্চল তাদের হাতে তুলে দেওয়ার দাবি করেছে। কিন্তু দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা কোনো ভূখণ্ড ছাড়তে রাজি নয়।

চুক্তি হলে যুক্তরাষ্ট্র দনবাসের দোনেৎস্ক, লুহানস্ক এবং ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে। অপরদিকে ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি দেবে। কিন্তু সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার যে দাবি ইউক্রেন করেছিল, সেটিতে মার্কিনিরা সমর্থন দেবে না।

সূত্র: দ্য নিউ আরব