খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাঁদলেন রংপুরের নেতারা
- আপডেট সময় : ০৭:২৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / 5
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রংপুরে কোরআন তেলোয়াত, মিলাদ ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি। এসময় দোয়া মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে রংপুরের ৮ উপজেলা থেকে সহস্রাধিক বিএনপি নেতাকর্মী পাবলিক লাইব্রেবি মাঠে আসেন। তারা দোয়া মাহফিলে অংশ নিয়ে অশ্রুসিক্ত প্রার্থনায় মহান সৃষ্টিকর্তার কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতাসহ দীর্ঘায়ু কামনা করেন।
দোয়া মোনাজাতের পূর্বে জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজন, রংপুর-২ আসনের মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ আসনের প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনে এমদাদুল হক ভরসা, রংপুর-৫ আসনের গোলাম রব্বানী এবং জেলা বিএনপির সদস্য সচিব প্রয়াত আনিছুর রহমান লাকুর স্ত্রী রেজওয়ানা ইসলাম লুনা।
এ সময় দেশ, মাটি, মানুষ ও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করা নির্যাতিত ও আপোসহীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন দলটির নেতারা। দোয়া মাহফিল শেষে অস্বচ্ছলদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় রংপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও, মঙ্গলবার বাদ আছর নগরীর জেলা শিক্ষা অফিস চত্বরে ইঞ্জিনিয়ারপাড়া এলাকাবাসীর আয়োজনে বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন, সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নোমান হাসান, মহানগর ওলামাদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম তুর্কীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
























