ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ার রুমী সেতুর টোল বন্ধের দাবিতে সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ২ বার পড়া হয়েছে

কুষ্টিয়া, ২৯ জুন: কুষ্টিয়া কুমারখালী উপজেলার গড়াই নদীর উপর নির্মিত সৈয়দ মাছ-উদ-রুমী সেতুর টোল স্থায়ীভাবে বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সর্বস্তরের মানুষ। রবিবার সকাল ১১টায় কুমারখালী লাহিনীপাড়া টোলপ্লাজা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এসময় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ করলে কুমারখালী আলাউদ্দিন নগর থেকে কুষ্টিয়া বি আর বি পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় এবং দীর্ঘসময় যান চলাচল বন্ধ থাকে। তবে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী যানবাহন চলতে দেওয়া হয়।

ঘটনাস্থলে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকাইল ইসলাম এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসেন, এনসিপি নেতা কে এম আর শাহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলামিন হোসেন আকাশ, আশিক আহমেদ, নয়ন হাসান রবিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ২০০৪ সালে ৩৫ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে সওজ এবং ২০০৫ সাল থেকে টোল আদায় শুরু হয়। ইতিমধ্যেই সেতুর নির্মাণ ব্যয়ের তিনগুণ টোল আদায় করা হয়েছে, তবুও জনগণের কাছ থেকে চাঁদা আদায়ের মতো করে টোল আদায় অব্যাহত রয়েছে। তারা স্থায়ীভাবে টোল বাতিলের দাবি জানান এবং তা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম বলেন, “৭ আগস্ট থেকে টোল আদায় বন্ধ রয়েছে। বিষয়টি মন্ত্রণালয় দেখছে। জনগণের দাবি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।”

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুষ্টিয়ার রুমী সেতুর টোল বন্ধের দাবিতে সড়ক অবরোধ

আপডেট সময় : ১২:০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

কুষ্টিয়া, ২৯ জুন: কুষ্টিয়া কুমারখালী উপজেলার গড়াই নদীর উপর নির্মিত সৈয়দ মাছ-উদ-রুমী সেতুর টোল স্থায়ীভাবে বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সর্বস্তরের মানুষ। রবিবার সকাল ১১টায় কুমারখালী লাহিনীপাড়া টোলপ্লাজা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এসময় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ করলে কুমারখালী আলাউদ্দিন নগর থেকে কুষ্টিয়া বি আর বি পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় এবং দীর্ঘসময় যান চলাচল বন্ধ থাকে। তবে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী যানবাহন চলতে দেওয়া হয়।

ঘটনাস্থলে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকাইল ইসলাম এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসেন, এনসিপি নেতা কে এম আর শাহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলামিন হোসেন আকাশ, আশিক আহমেদ, নয়ন হাসান রবিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ২০০৪ সালে ৩৫ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে সওজ এবং ২০০৫ সাল থেকে টোল আদায় শুরু হয়। ইতিমধ্যেই সেতুর নির্মাণ ব্যয়ের তিনগুণ টোল আদায় করা হয়েছে, তবুও জনগণের কাছ থেকে চাঁদা আদায়ের মতো করে টোল আদায় অব্যাহত রয়েছে। তারা স্থায়ীভাবে টোল বাতিলের দাবি জানান এবং তা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম বলেন, “৭ আগস্ট থেকে টোল আদায় বন্ধ রয়েছে। বিষয়টি মন্ত্রণালয় দেখছে। জনগণের দাবি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।”