মসজিদের নগরী ঢাকাকে ক্যাসিনোর শহরে পরিণত করেছেন ক্ষমতাসীনরা অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান জবাবে পাল্টা অভিযোগ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপিই ক্যাসিনোর শহর বানিয়েছে।
শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, নির্বাচন সামনে রেখে নয় প্রথম ৮-৯ মাসেই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগ সরকার। বিএনপি সময় এই ক্যাসিনোগুলো ছিল। তখন তো তারা কোনো অ্যাকশন নেয়নি।