আরো একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত : আইইডিসিআর

দেশে গত ২৪ ঘণ্টায় আরো একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

সোমবার (৩০ মার্চ) করোনাভাইরাসসংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে করা ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় দেশে ১৩৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ১ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। যারা চিকিৎসাধীন ছিলেন তাদের মধ্যে ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২৫ জন।’

বিশ্বব্যাপী ছড়িয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। ইতিমধ্যে বিশ্বে এ রোগে আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ১৭ হাজার ৯৭৬ জন। আর সর্বশেষ হিসাব অনুযায়ী, করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ৩৩ হাজার ৮৮৩। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৫০ হাজার ৯১৪ জন।

Leave A Reply

Your email address will not be published.

Title