করোনা নারায়নগঞ্জে কেড়ে নিলো আরও ২ প্রান, মৃত্যুর সংখ্যা বেড়ে ৮

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জে করোনায় মৃত্যুর মিছিল থামছেই না। প্রতিদিন বাড়ছে করোন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আজকেও মহামারী কোভিড-১৯ কেড়ে নিয়েছে ২ তাজা প্রাণ। সরকারি হিসেবে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৬ জন। সবমিলিয়ে নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭৫ জন। এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন।

শুক্রবার(১০ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ এই তথ্য জানান।

এরআগে শুক্রবার দুপুরে কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সূত্রে জানা গেছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরা ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন নারায়ণগঞ্জের। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৭। নতুন করে ৯৪ জন আক্রান্ত হয়েছেন এবং মোট শনাক্তের সংখ্যা ৪২৪ জন।

প্র্রসঙ্গত,গত ৮ মার্চ যখন দেশে প্রথম তিনজন করোনা রোগী শনাক্ত হন। সেই সময়ে আক্রান্ত দুইজনই ছিলেন নারায়ণগঞ্জের। বৃহস্পতিবার পর্যন্ত আই্ইডিআরসি’র তথ্য অনুসারে শুধু নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা ছিলো ৫৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত নতুন ১৬ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জন।

Leave A Reply

Your email address will not be published.

Title