করোনা মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ৮২ হাজার

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। বিশ্বের ১৮৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত ৮২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুয়ায়ী, বুধবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের ৮২ হাজার ১৩১ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ২৯ হাজার ৪৩৭ জন। চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ এক হাজার ১৩০ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ৪ লাখ ৫৪৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৭ হাজার ১২৭ জন। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫৮৬ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৪৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৯৪২ জন।

এই মহামারিতে মৃতের তালিকার তৃতীয় স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার ৩২৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১০ হাজার ৭০ জন।

Leave A Reply

Your email address will not be published.

Title