কেরানীগঞ্জে জ্বালানি গ্যাসের অবৈধ ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিজস্ব প্রতিনিধিঃ কেরানীগঞ্জে জ্বালানি গ্যাসের অবৈধ ব্যবহার এর বিরুদ্ধে উপজেলার আগানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

বুধবার (৭ অক্টোবর) বিকালে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিষ্ট্রেট অমিত দেবনাথ।

মোল্লা বিরিয়ানী হাউজের অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়

নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত দেবনাথ বলেন,অভিযানে গিয়ে দেখতে পাই  বার্নার ব্যতীত গ্যাস সঞ্চালক পাইপটিকে সরাসরি আগুনের উৎস হিসাবে ব্যবহার এবং পানি পরিবহনের হোস- পাইপকে গ্যাসের লাইন হিসাবে ব্যবহার করছে হোটেল কর্তৃপক্ষ।এমন অপরাধে মোল্লা বিরিয়ানী হাউস  হোটেল এন্ড রেস্টুরেন্টকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে সম অপরাধে ভিআইপি বেকারী নামের একটি ফ্যাক্টরিকে সিলগালা করা হয়। উভয় প্রতিষ্ঠানগুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

 

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরো বলেন ,কেরানীগঞ্জে কোন প্রকার অবৈধ গ্যাসের সংযোগ থাকতে দেয়া হবে না।নারায়ন গঞ্জের মতো ভয়াবহ ঘটনা যাতে এখানে  ঘটতে না পারে ও গ্যাসের চুরি এবং অপ-ব্যবহার করতে না পারে  সেজন্য  আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.

Title