চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় এ প্রথম করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। ১৫ এপ্রিল বুধবার আইডিসিআর থেকে আসা রিপোর্টের প্রেক্ষিতে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফ চৌধুরী আমাদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্ত ব্যক্তি ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসেলেশনে পাঠানো হয়েছে।
উল্লেখ্য : করোনা সংক্রমণের রিপোর্ট আসার আগ মুহূর্ত পর্যন্ত তিনি ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করে ছিলেন।তার শরীরে সামান্য পরিমানে করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। এনিয়ে চাঁদপুর জেলায় ১১ জনের নমুনা পজেটিভ হয়।