জামালপুরে আনারস মার্কার প্রচার প্রচারণায় বাধা ও পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ 

এমরান হোসেন: আসন্ন জামালপুর সদর পৌরসভা নির্বাচনে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী জনপ্রিয়তার দৌড়ে অনেক এগিয়ে পরপর তিনবারের কাউন্সিলর দিবা ফারহানা রানী।তিনি আনারস প্রতীক নিয়ে এবারের নির্বাচনে অংশ গ্রহণ করছে।অপর নারী প্রার্থী তাসলিমা আক্তার( চশমা প্রতীক)এর বিরুদ্ধে পোস্টার ছিড়ে ফেলা সহ প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ করেছেন  দিবা ফারহানা রাণী (আনারস প্রতীক)।তিনি জেলা রিটার্নিং অফিসার বরাবর ১৮ ফেব্রুয়ারি  লিখিত অভিযোগ করেছেন।
তিনি অভিযোগে উল্লেখ করেন,বিভিন্ন জায়গায় আনারস প্রতীকের পোষ্টার ছিড়ে ফেলা হয়েছে। প্রতিপক্ষ প্রার্থীর এলাকায় আনারস প্রতীকের প্রচার মাইক কে প্রচারে বাঁধা দেয়া হচ্ছে।এদিকে ছনকান্দা এলাকায়ও প্রচারে বাঁধা দেয়ার খবর পাওয়া গেছে।রাতের আঁধারে গেট পাড় এলাকায় আনারস প্রতীকের পোষ্টার ছিড়ে ফেলা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী দিবা ফারহানা রাণী(আনারস প্রতীক) বলেন,প্রতিপক্ষ নারী প্রার্থী তাসলিমা আক্তার(চশমা প্রতীক) নিজেকে আওয়ামী লীগের প্রার্থী বলে মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি করছে।আনারস প্রতীকের নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করছে।আমি প্রচারে বাঁধা দেয়ার ঘটনায় সংশ্লিষ্ট সকল দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছি।

Leave A Reply

Your email address will not be published.

Title