ঢাকা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ ৭ জেলায় নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত জারি25 ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ25 সদরপুরে উন্মুক্ত লটারিতে ওএমএস ও খাদ্যবান্ধব ডিলার নির্বাচিত গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৮১ ফিলিস্তিনি নিহত: অবরুদ্ধ মানুষের আহাজারি যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই প্রক্রিয়া শেষ হয় না, জানাল মার্কিন দূতাবাস SSC রেজাল্ট ২০২৫: ১০ জুলাই সম্ভাব্য ফল প্রকাশের তারিখ ঢাকা নারায়ণগঞ্জ গ্যাস বন্ধ থাকবে সোমবার, জানিয়েছে তিতাস গ্যাস গাজায় ইসরায়েলি হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত: গণহত্যার ধারাবাহিকতা চলছে ডেঙ্গু আপডেট বাংলাদেশ: একদিনে ৩১৭ জন আক্রান্ত, নেই নতুন মৃত্যু যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক: বাণিজ্য ও ভূরাজনীতি, গণতন্ত্র নয়

দেবী দুর্গার রূপে আসছেন মিমি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০ ১৪ বার পড়া হয়েছে

কলকাতা সংবাদতাতা : মহালয়ার ভোরে স্টার জলসার পর্দায় দেবী দুর্গার চরিত্রে দেখা যাবে তৃণমূল সাংসদ এবং টলিউডের হিরোইন মিমি চক্রবর্তীকে। থিম ‘অকাল বোধন’এবং পরিচালনায় কমলেশ্বর মুখোপাধ্যায়।

ক্যামেরার সামনে উত্তরবঙ্গের জলপাইগুড়ির মেয়ে মিমিকে অনেক চরিত্রে দেখা গেলেও, এই প্রথমবার দুর্গার চরিত্রে অভিনয় করেন তিনি। প্রথমবার এমন এক ভূমিকায় কাজ করে কেমন অভিজ্ঞতা হলো সাংসদ তথা অভিনেত্রীর, তা জানালেন প্রাইম টিভি বাংলাকে।

‘প্রথমবার দুর্গার চরিত্র করছি, ভালো লাগছে, তবে একেবারে অন্যরকম অভিজ্ঞতা। পাশাপাশি একটা চাপা টেনশনও রয়েছে, এতদিন যারা মহালয়ায় দুর্গা করেছেন তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করাটা চ্যালেঞ্জের তো বটেই,’ বললেন মিমি।

করোনার আবহে পূজা কেমন কাটবে তা নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে কিন্তু মহালয়ার প্রস্তুতিতে ঘাটতি রাখেননি স্টার জলসা চ্যানেলের কর্মকর্তারা। অকাল বোধনের থিমে মহালয়ার অনুষ্ঠানটি সাজিয়েছেন কলকাতার সব সেরা তারকাদের নিয়ে।

রাম-সীতা চরিত্রে থাকছেন জিতু কমল ও মধুমিতা সরকার। রাবণ সাজছেন রাজেশ শর্মা। এঁদের নিয়েই শুটিং শুরু করলেন কমলেশ্বর। শ্যুটিং-এর কাজ শেষ। পোস্ট শ্যুট কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। দুর্গা চরিত্রের অভিনয় কেমন লাগল তা নিয়ে সোজাসাপ্টা উত্তর দিয়েছেন মিমি।

‘একই দিনে একাধিক পরিবর্তন ছিল। এত গয়না, বেনারসি পরে ‘ফাইট সিক্যুয়েন্স’ শ্যুট করা বেশ কঠিনই হয়েছিল।’

তবে সব মিলিয়ে ‘অকাল বোধন’ দর্শকদের মনে দাগ কাটবে বলেই আশাবাদী মিমি। আরুনি প্রার্থনা করেছেন যে মায়ের আবির্ভাবের সঙ্গে সঙ্গে কেটে যায় করোনার করাল ছায়া।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেবী দুর্গার রূপে আসছেন মিমি

আপডেট সময় : ০৫:২৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০

কলকাতা সংবাদতাতা : মহালয়ার ভোরে স্টার জলসার পর্দায় দেবী দুর্গার চরিত্রে দেখা যাবে তৃণমূল সাংসদ এবং টলিউডের হিরোইন মিমি চক্রবর্তীকে। থিম ‘অকাল বোধন’এবং পরিচালনায় কমলেশ্বর মুখোপাধ্যায়।

ক্যামেরার সামনে উত্তরবঙ্গের জলপাইগুড়ির মেয়ে মিমিকে অনেক চরিত্রে দেখা গেলেও, এই প্রথমবার দুর্গার চরিত্রে অভিনয় করেন তিনি। প্রথমবার এমন এক ভূমিকায় কাজ করে কেমন অভিজ্ঞতা হলো সাংসদ তথা অভিনেত্রীর, তা জানালেন প্রাইম টিভি বাংলাকে।

‘প্রথমবার দুর্গার চরিত্র করছি, ভালো লাগছে, তবে একেবারে অন্যরকম অভিজ্ঞতা। পাশাপাশি একটা চাপা টেনশনও রয়েছে, এতদিন যারা মহালয়ায় দুর্গা করেছেন তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করাটা চ্যালেঞ্জের তো বটেই,’ বললেন মিমি।

করোনার আবহে পূজা কেমন কাটবে তা নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে কিন্তু মহালয়ার প্রস্তুতিতে ঘাটতি রাখেননি স্টার জলসা চ্যানেলের কর্মকর্তারা। অকাল বোধনের থিমে মহালয়ার অনুষ্ঠানটি সাজিয়েছেন কলকাতার সব সেরা তারকাদের নিয়ে।

রাম-সীতা চরিত্রে থাকছেন জিতু কমল ও মধুমিতা সরকার। রাবণ সাজছেন রাজেশ শর্মা। এঁদের নিয়েই শুটিং শুরু করলেন কমলেশ্বর। শ্যুটিং-এর কাজ শেষ। পোস্ট শ্যুট কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। দুর্গা চরিত্রের অভিনয় কেমন লাগল তা নিয়ে সোজাসাপ্টা উত্তর দিয়েছেন মিমি।

‘একই দিনে একাধিক পরিবর্তন ছিল। এত গয়না, বেনারসি পরে ‘ফাইট সিক্যুয়েন্স’ শ্যুট করা বেশ কঠিনই হয়েছিল।’

তবে সব মিলিয়ে ‘অকাল বোধন’ দর্শকদের মনে দাগ কাটবে বলেই আশাবাদী মিমি। আরুনি প্রার্থনা করেছেন যে মায়ের আবির্ভাবের সঙ্গে সঙ্গে কেটে যায় করোনার করাল ছায়া।