দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১৫৪১, মৃত্যু ২২, সুস্থ ৩৪৬

0

 

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আরো এক হাজার ৫৪১ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮ হাজার ২৯২ জন। একই সময়ে দেশে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৪৪।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৮টি ল্যাবে ৮ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৫৪১ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮ হাজার ২৯২ জন।

নাসিমা সুলতানা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ৫৪৪ জনের মৃত্যু হলো। এদের মধ্যে দুই জন নারী এবং বাকিরা পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা আরো জানান, ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৪৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৭ হাজার ৯২৫ জন সুস্থ হলেন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর করোনা আক্রান্ত ব্যক্তির প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ।

Leave A Reply

Your email address will not be published.

Title