সংবাদ শিরোনাম ::
নওগাঁর বদলগাছীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৫:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০ ৬ বার পড়া হয়েছে
“নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে অনুষ্ঠিত হয়েছে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ। শনিবার দুপুর ১২ টায় চৌরাস্তার মোড়ে বদলগাছী সদর ইউপি বিট নং-১ এই সমাবেশের আয়োজন করে।
বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, কোলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জবির উদ্দিন এফ এফ, সাবেক কমান্ডার আব্দুর রহিম বাবলু, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক দুলু, আওয়ামীলীগ নেতা বাবর আলী, নওগাঁ জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফেন্সী আরা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এস এম মনিরুল ইসলাম সাজু, যুব মহিলা লীগ নেত্রী রাহেলা আক্তার টপি, উপজেলা পুলিশিং কমিটির সম্পাদক খোরশেদ আলম, স্বেচ্ছাসেবী সংগঠন আমরাই বদলগাছীর সভাপতি মীর সাব্বির আহম্মেদ চৌধুরী, বঙ্গবন্ধু সরকারী কলেজের ছাত্রী আরেফিন নেহা প্রমূখ।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন বদলগাছী থানা পুলিশের সকল সদস্য, গ্রাম পুলিশ সদস্য, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।