প্রাইম টিভি বাংলায় সংবাদ প্রচারের পর সিদ্ধিরগঞ্জে ৭০ জন চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন অটোমালিকরা

- আপডেট সময় : ১২:৩১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০ ২৪ বার পড়া হয়েছে
সোহেল রানা : সিদ্ধিরগঞ্জে প্রাইম টিভি বাংলার প্রাইম নিউজে সংবাদ প্রচারের পর ৭০ জন অটো চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন অটোমালিক আনোয়ার হোসেন ও মোঃফারুক মিয়া । শনিবার রাতে প্রাইম টিভি বাংলায় অটোচালকেরা কষ্টে দিন খাটাছে এ ধরনের সংবাদ প্রচার হয়।
এরপর রোববার সকালে সিদ্ধিরগঞ্জের দুই অটো মালিক এ খাদ্য সামগ্রী বিতরন করেন।
দুজন অটোমালিকের ব্যক্তিগত উদ্যােগে ৭০ জনকে ১০ কেজি চাউল ৫কেজি আলু ও সাবান দিয়ে সাবান দিয়ে সহযোগিতা করেন।মালিকদের কাছে থেকে সহযোগিতা পেয়ে অনেক আনন্দিত অসহায় অটোরিক্সা চালকরা। তারা বলেন, মালিকদের সহযোগিতা কারনে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ ছুটির দশ দিন আর আমাদের পরিবার না খেয়ে থাকবে না।
অটোমালিক আনোয়ার হোসেন ও মোঃফারুক মিয়া বলেন,আমরা গতকাল রাতে প্রাইম টিভিতে দেখতে পাই যে চালক অভাব অনটনে কষ্ট পাচ্ছে। তখন আমরা দুই জন মিলে কথা বলি এবং তাদের জন্য খাদ্য সামগ্রী কিনে দেওয়ার উদ্যোগ নেই। এই বিপদের সময় এভাবে সবাই যদি একে অপরের পাশে দাড়াই তাদের কাউকে আর খাদ্যের অভাবে কষ্ট পেতে হবে না।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পরা মহামারি করোনাভাইরাস সংক্রমন ঠেকানে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছে সরকার।