বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে : পাকিস্তান

0

প্রাইম টিভি বাংলাঃ পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জাফর মির্জা বলেন, সার্কভুক্ত দেশগুলোতে বিশ্বের এক-পঞ্চমাংশ মানুষ বাস করে। করোনাভাইরাস মোকাবিলায় আমাদের একসঙ্গে কাজ করতে হবে। পাকিস্তান সজাগ আছে। আমরা এই সংকটে কোনো প্যানিক সৃষ্টি হতে দেইনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। জাতীয় স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সীমান্তে স্কুল বন্ধ রাখা হয়েছে।

রোববার (১৫ মার্চ) ভিডিও কনফারেন্সে সার্কভুক্ত দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে, গত শুক্রবার (১৩ মার্চ) একাধিক টুইট বার্তায় করোনাভাইরাস মোকাবিলায় যৌথ উদ্যোগ নিতে সার্কের সদস্য দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রোববার বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপের রাষ্ট্রপ্রধানরা ভিডিও কনফারেন্সে অংশ নেন।

Leave A Reply

Your email address will not be published.

Title