ভাঙ্গায় শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ দিবস পালিত

- আপডেট সময় : ১১:৫৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় পালিত হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পর পৌরসভার খন্দকার টাওয়ারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও রাজনৈতিক আদর্শের উপর আলোকপাত করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল খান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এডভোকেট রুহুল আমীন, সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট, সাংগঠনিক সম্পাদক আয়ুব মোল্লা, আলিমুজ জামান মধু, মো.তাজজুক চোকদার, সিরাজুল ইসলাম, মহিউদ্দিন ভুলু মিয়া, এমএ ওয়াদুদ, সজল তালুকদার, আনোয়ার হোসেন আনু প্রমুখ।
আলোচনা সভার সভাপতিত্ব করেন বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার
ইকবাল হোসেন সেলিম ও পরিচালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম। এছাড়াও শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় ও দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।