ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে ১২ মামলায় জব্দকৃত অবৈধ কারেন্টজাল পুড়িয়ে বিনষ্ট

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১ ১৪ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ প্রতিনিধি॥ মুন্সিগঞ্জে বিভিন্ন সময়ে জব্দকৃত ১২টি মামলার আলামত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টায় মিরকাদিমের নৌ-পুলিশ লাইন্স মাঠে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আরাফাতুল রাকিবের উপস্থিতিতে এসব আলামত পোড়ানো হয়। নৌ পুলিশের সদস্যরা এসব অবৈধ জাল জব্দ করে মামলার আলামত হিসাবে রেখেছিল।

মুক্তারপুর নৌ-ফাড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, ১২টি মামলার মধ্যে মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ি ৯টি মামলায় ৩ হাজার ৫০ পাউন্ড অবৈধ কারেন্ট জাল, ২১ হাজার ৪৮ পিস ববিন, ১৭ হাজার ৭৩২ পিস সুতার রেল  ও চর আব্দুল্লাহ নৌ-পুলিশ ফাড়িঁর ৩টি মামলায় মোট ১ লক্ষ ৮৮ হাজার ৯৮০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জাল, ববিন ও রেলের মূল্য প্রায় ৩৩ লক্ষ ৪৮ হাজার ৪০০ টাকা।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা অঞ্চলের নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনিস, জেলা মৎস্য কর্মকর্তা ডাঃ আব্দুল আলিম, সিনিয়র জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল, মুন্সিগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান প্রমুখ।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মুন্সিগঞ্জে ১২ মামলায় জব্দকৃত অবৈধ কারেন্টজাল পুড়িয়ে বিনষ্ট

আপডেট সময় : ০৭:২৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১
মুন্সিগঞ্জ প্রতিনিধি॥ মুন্সিগঞ্জে বিভিন্ন সময়ে জব্দকৃত ১২টি মামলার আলামত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টায় মিরকাদিমের নৌ-পুলিশ লাইন্স মাঠে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আরাফাতুল রাকিবের উপস্থিতিতে এসব আলামত পোড়ানো হয়। নৌ পুলিশের সদস্যরা এসব অবৈধ জাল জব্দ করে মামলার আলামত হিসাবে রেখেছিল।

মুক্তারপুর নৌ-ফাড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, ১২টি মামলার মধ্যে মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ি ৯টি মামলায় ৩ হাজার ৫০ পাউন্ড অবৈধ কারেন্ট জাল, ২১ হাজার ৪৮ পিস ববিন, ১৭ হাজার ৭৩২ পিস সুতার রেল  ও চর আব্দুল্লাহ নৌ-পুলিশ ফাড়িঁর ৩টি মামলায় মোট ১ লক্ষ ৮৮ হাজার ৯৮০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জাল, ববিন ও রেলের মূল্য প্রায় ৩৩ লক্ষ ৪৮ হাজার ৪০০ টাকা।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা অঞ্চলের নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনিস, জেলা মৎস্য কর্মকর্তা ডাঃ আব্দুল আলিম, সিনিয়র জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল, মুন্সিগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান প্রমুখ।