ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তা সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২০ ১৬ বার পড়া হয়েছে

 

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/tcXV5LL9_2o” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মোল্লাকান্দি-বালুরচর রাস্তা সংস্কার ও পাকাকরণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার মোল্লাকান্দি-বালুচরের রাস্তার পুরানভাসান চরে অংশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশনেয় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার কয়েকশতাধিক জনসাধারণ । মানববন্ধনকারীরা দ্রæত স্থানীয় কয়রাখোলা থেকে মোল্লাকান্দি-বালুরচরের প্রায় ৩কিমি ভাঙ্গা রাস্তাটি পূর্ননির্মান ও পাকাকরণের দাবী জানান। মানবন্ধনকারীরা বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় আগে রাস্তাটি নির্মাণ করা হয়। এরপরে আর কোন সংস্কার করা হয়নি। বর্তমানে রাস্তাটি ভাঙ্গাচুরা ও বেহাল দশায় পরিণিত হওয়ায় স্থানীয় ৮গ্রামের ৫হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে। দ্রæত রাস্তাাটি সংস্কার করা এখান সর্বমহলের প্রধান দাবী হয়ে উঠেছে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তা সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৭:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২০

 

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/tcXV5LL9_2o” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মোল্লাকান্দি-বালুরচর রাস্তা সংস্কার ও পাকাকরণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার মোল্লাকান্দি-বালুচরের রাস্তার পুরানভাসান চরে অংশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশনেয় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার কয়েকশতাধিক জনসাধারণ । মানববন্ধনকারীরা দ্রæত স্থানীয় কয়রাখোলা থেকে মোল্লাকান্দি-বালুরচরের প্রায় ৩কিমি ভাঙ্গা রাস্তাটি পূর্ননির্মান ও পাকাকরণের দাবী জানান। মানবন্ধনকারীরা বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় আগে রাস্তাটি নির্মাণ করা হয়। এরপরে আর কোন সংস্কার করা হয়নি। বর্তমানে রাস্তাটি ভাঙ্গাচুরা ও বেহাল দশায় পরিণিত হওয়ায় স্থানীয় ৮গ্রামের ৫হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে। দ্রæত রাস্তাাটি সংস্কার করা এখান সর্বমহলের প্রধান দাবী হয়ে উঠেছে।