মুফতি আলাউদ্দিন জেহাদীকে হত্যার হুমকি : প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন

তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে কালীগঞ্জ প্রেসক্লাবের সংলগ্œ সোনালী ব্যাংক মোড়ে বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বিশ্ব জাকের মঞ্জিল (আটরশি) দরবার শরীফ, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ), আঞ্জুমানে রহমানীয়া মঈনীয়া মাইজভান্ডারীয়া, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ ও ইসলামী ছাত্রসেনা কালীগঞ্জ উপজেলার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা মো. আবদুছ ছাত্তার মোজাদ্দেদীর সভাপতিত্বে গাজীপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ) উপজেলা সভাপতি আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, সাধারণ সম্পাদক আলী হোসেন ভূইয়া খোকন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলা সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, আঞ্জুমানে রহমানীয়া মঈনীয়া মাইজভান্ডারীয়া উপজেলা সভাপতি মোর্শেদ আলম মিন্টু, সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন খান, বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ উপজেলা সভাপতি আলহাজ্ব মো. সোহরাব হোসেন, সদস্য মো. মোজাম্মেল হক, নাগরী ইউনিয়নের মুসলিম ম্যারিজ রেজিঃ ও কাজী মো. জাকির হোসেন মোল্লা প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ বিভিন্ন সময় নানা জঙ্গী গোষ্ঠী সুন্নী মুসলমানদের উপর হামলা চালিয়ে এদেশেকে জঙ্গী রাষ্ট্রে পরিনিত করতে চেষ্টা চালিয়েছে। এরা সুন্নীয়াতের শক্রু। এসব জঙ্গী ওহাবীরা কখনো মানুষের ভালো চায় না। গত ৫ আগষ্ট প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা হত্যার হুমকি দিয়েছে অনতি বিলম্বে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তিসহ দেশের হক্কানী ওলামায়ে কেরামদের সুরক্ষার দাবী জানিয়েছেন।

এ সময় অন্যান্যের মাঝে মইনীয়া যুব ফোরাম গাজীপুর জেলা ভারপ্রাপ্ত সভাপতি মো. কাওছার মোল্লা (পারভেজ), বিশ্ব জাকের মঞ্জিল (আটরশি) দরবার শরীফের খাদেম মাওলানা মো. সাইফুল ইসলাম গাজীপুরী, কালীগঞ্জ উপজেলা সহকারী কর্মী প্রধান মো. রেজাউল করিম ডাক, তুমলিয়া ইউনিয়ন কর্মী প্রধান প্রফেসর মো. শাহীন মিয়া, সহকারী কর্মী প্রধান মো. এনায়েত মিয়া, পৌর সহকারী প্রধান মো. মাহবুবুর রহমান, মো. শাফায়াত হোসেন, মাওলানা মো. আওলাদ হোসেন, ইসলামী ছাত্রসেনা উপজেলা সভাপতি হাফেজ মো. আল-মামুন, মো. ইয়াকুব আলী ফকির, চিশতীয়া মইনীয়া দরবার শরীফের খাদেম মো. আব্দুল হান্নান মাষ্টারসহ উপজেলার বিভিন্ন দরবার শরীফের তরিকত পন্থী শত শত সুন্নী জনতা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

Title