নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সন্দেহে বিদেশ থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার জন্য রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের (আবাসিক) একটি ভবনে কোয়ারেন্টিন সেন্টার খোলার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন কোয়ারেন্টিন সেন্টারের জন্য নতুন জায়গা খোঁজা হচ্ছে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
আইএসপিআর বলেছে, সরকার নতুন যেখানে জায়গা দেবে, সেখানে কোয়ারেন্টিন সেন্টার স্থাপন করা হবে।
এর আগে, শক্রবার রাজধানীর উত্তরায় রাজউকের এপার্টমেন্ট প্রজেক্টে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারান্টাইনের ব্যবস্থা করার ঘোষণা দেয় সরকার।