রাজশাহীতে চিকিৎসার জন্য এসে রেল স্টেশনে নেমেই এক যাত্রীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর  রেল স্টেশনে এক যাত্রীর মৃত্যু হয়েছে। খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ ট্রেনের যাত্রী ছিলেন তিনি। ট্রেন থেকে নেমেই প্ল্যাটফর্মেই মারা যান ওই যাত্রী। পরে তাকে রাজশাহী তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতের নাম আব্দুল কুদ্দুস ওরফে রাজন (৫৫)। তার বাড়ি কুষ্টিয়ায়। তিনি হার্টের রোগী ছিলেন। চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যাচ্ছিলেন তিনি। তবে হাসপাতালে পৌঁছার আগে তিনি মারা যান। তার সঙ্গে তিনজন স্বজন ছিলেন।
রাজশাহী জিআরপি থানার ওসি শাহ কামাল বলেন, ট্রেন থেকে প্লাটফরমে নেমে মাথা ঘুরে পড়ে যান। পরে রেলওয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্সকে ফোন করা হয়। কিন্তু তারা বহন করতে অপারগতা জানায়। পরে রেল পুলিশ বাধ্য হয়ে তাকে একটি অটোরিকশায় তুলে রামেক হাসপাতালে পাঠায়। হাসপাতালের ২৩ নং ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। সেখানে ইসিজি করার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Leave A Reply

Your email address will not be published.

Title