সিএসএস প্রতিষ্ঠাতা রেভা. পলমুন্সী স্মরণে ভেড়ামারাতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সিএসএস প্রতিষ্ঠাতা রেভা. পলমুন্সী স্মরণে ভেড়ামারাতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার, ২৪ জুন ২০২৫।
সিএসএস- মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে কুষ্টিয়ার ভেড়ামারা ব্রাঞ্চে এই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। গাইনী ও মহিলা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সাদিয়া মৌ এই মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন।
ক্যাম্প উদ্বোধন করেন সিএসএস কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক পার্থ কুমার সাহা। আরও উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার কেএম ইব্রাহিম হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রফিকুল ইসলাম, আল আরাফা ট্রেডার্স-এর ম্যানেজার মোঃ নাসিম হোসেন, আল্লারদরগা ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক মোঃ সোহাগ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এই ক্যাম্পে শতাধিক নারী ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। সাধারণ রোগ থেকে শুরু করে গাইনী সংক্রান্ত সমস্যা নিয়েও চিকিৎসা দেওয়া হয়।
স্মরণে রেভা. পল মুন্সী
২০০৮ সালের ২ জানুয়ারি প্রয়াত হন সিএসএস প্রতিষ্ঠাতা রেভা. পলমুন্সী। তিনি আজীবন সমাজসেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। তার স্মৃতিকে সম্মান জানিয়ে প্রতিবছর সিএসএস বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করে থাকে।