সিরাজগঞ্জে উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন
অনলাইন ডেস্ক
- আপডেট সময় :
০৬:০০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
১৮
বার পড়া হয়েছে
ভুমিহীনদের পুনর্বাসন না করে সিরাজগঞ্জ পানি উনয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান বন্ধের দাবী জানিয়েছে ১২নং ওয়ার্ডের অর্ন্তগত পিটিআই রোড কোল গয়লা গ্রামের শতশত ভুমিহীন পরিবার। শুক্রবার সকাল ১১টায় প্রেসক্লাব মোড়ে মানববন্ধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট এই দাবী জানানো হয়।
মানববন্ধন চলাকালে রিপন সরকার,মাসুদ রানা ও আমিনুল ইসলাম তাদের বক্তব্যে জানান , এ এলাকার বেশীরভাগ মানুষ হতদরিদ্র, রিক্সাচালক,দিনমজুর এবং মহিলারা গৃহস্থালিরর কাজ করে জীবনযাপন করেন । একারনে তারা উছেদের আগে পুর্নবাসনসহ বসবাসের সুযোগ সৃষ্টি করার দাবী জানান।
শামীম শাহরীয়ার (রাফি)
সিরাজগঞ্জ প্রতিনিধি
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
You cannot print contents of this website.