সিলেটে আরও ৪০ জনের করোনা শনাক্ত

0

সিলেটে নতুন করে আরও ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট জেলায় ১২৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এরমধ্যে মারা গেছেন ৩৩ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৮ জন।

শুক্রবার (১২ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

এদিকে আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলায় ৩৭ জন, বিশ্বনাথ উপজেলায় একজন, গোলাপগঞ্জের একজন এবং বিয়ানীবাজারের একজন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

এরপর প্রতিদিন সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরছেনও রোগীরা।

সবশেষ শুক্রবার (১২ জুন) সিলেটের ৪০ ও সুনামগঞ্জের ১৪ জন নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ১২৭৭ জন, সুনামগঞ্জে ৪৩৩, হবিগঞ্জে ২২৭ ও মৌলভীবাজার জেলায় ১৭৮ জন।

এদিকে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩, হবিগঞ্জে ৩, সুনামগঞ্জ ৪ ও মৌলভীবাজারে ৪ জন।

অন্যদিকে সিলেট বিভাগে করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফেরা ৪৪৫ জনের মধ্যে সিলেট জেলায় ১৩৮ জন, সুনামগঞ্জে ৯৯, হবিগঞ্জে ১৪২ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৬ জন।

Leave A Reply

Your email address will not be published.

Title