সিলেট শাহপরানে ৪১২ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ২ জন

- আপডেট সময় : ১১:০৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০ ১৫ বার পড়া হয়েছে
কৃষান পন্হ দাশ,সিলেট প্রতিনিধিঃ-সিলেটের শাহপরান নিকটস্হ ৪১২ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করে পুলিশ গোয়েন্দা দল(ডি বি)।
সোমবার (৮ জুন) প্রায় রাত তিনটার দিকে গোপন সুত্রে খবর পেয়ে একটি বাড়ির পার্কিং এলাকায় অভিজান চালায় এবং হাতেনাতে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ২ জন হলেন,মোঃজালাল আহমেদ(৩২),জকিগঞ্জের প্রয়াত কদম আলীর ছেলে,এবং অপরজন মোঃ-কামাল(৪২), শাহপরান নিকটস্হ পশ্চিম বহর সৈয়দ শফিকুল ইসলামের ছেলে। উদ্ধারকৃত ফেনসিডিলের বর্তমান মুল্য প্রায় ৬ লক্ষ ১৮ হাজার টাকার মত।
সিলেট মেট্রোপলিটন এর অতিরিক্ত পুলিশ উপ কমিশনার মোঃ-জেদান আল মুসা জানান,পুলিশ এস.আই মাহবুব আলম বাদী হয়ে শাহপরান থানায় এজহার দাখিল করলে তাদের বিরুদ্ধে মামলা রুজ করা হয়েছে।এবং গ্রেফতারকৃত আসামিদের মেট্রোপলিটন আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। প্রসঙ্গত,ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার ও সুদুরপ্রসারি তদন্ত অব্যাহত থাকবে বলে জানান তিনি