৩৯ জন করোনা আক্রান্ত: থেমে নেই র‌্যাব-১১’র মানবিক সহায়তা কার্যক্রম

নারায়নগঞ্জ প্রতিনিধি :  করোনা ভাইরাস (কোভিট-১৯) এর বিস্তাররোধে সারাদেশে চলছে লকডাউন। লোক সমাগম না থাকায় অনেক খেটে খাওয়া মানুষ হয়ে পড়েছেন বেকার। অনেকের ঘরেই দেখা দিয়েছে খাদ‌্য সংকট। এমন পরিস্থিতিতে নিজের অনেক সদস্য করোনভাইরাসে আক্রান্ত হওয়ার পরও সীমিত সংখ্যক সদস্যদের নিয়ে বিপন্ন অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। নারায়ণগঞ্জে খুঁজে খুঁজে প্রকৃত খেটে খাওয়া দিনমজুর অসহায়দের হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন র‌্যাবের সদস্যরা। 
শনিবার (০২ মে )চলমানা খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমের অংশ হিসেবে হিজরা সম্প্রদায়ের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন র‌্যাব সিদ্ধিরগঞ্জ ক্যাম্পের সদস্যরা ।
এ বিষয়ে র‌্যাব-১১ ব্যাটালিয়ানের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক মো. আলেপ উদ্দিন বলেন, যারা প্রকৃতভাবে ক্ষতিগ্রস্ত আমরা তাদের খোঁজ করে এসব নিত্যপণ্য দিচ্ছি। যাতে করে মানুষ ঘরে বসে কিছুদিন খেতে পারে। নিম্ন আয়ের মানুষের পাশে থাকতে তাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের র‌্যাব-১১ ব্যাটালিয়ানের ঊর্ধ্বতন চার কর্মকর্তাসহ ৩৯ সদস্যের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তাদের প্রত্যেকে আইসোলেশনে আছেন।

Leave A Reply

Your email address will not be published.

Title