অস্ট্রেলিয়ায় খবর প্রচার, দেখা বা শেয়ার করার সুযোগ বন্ধ করেছে ফেসবুক

আর্ন্তজাতিক ডেস্ক: গণমাধ্যমকে মুনাফার ভাগ দেওয়ার আইন নিয়ে সরকারের সঙ্গে টানাপড়নের জেরে অস্ট্রেলিয়ায় খবর প্রচার, দেখা বা শেয়ার করার সুযোগ বন্ধ করে দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার বাসিন্দারা আবিষ্কার করেন, তাদের নিউজ ফিডে কোনো সংবাদ নেই। স্থানীয় বা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমের ফেইসবুক পেইজও তারা দেখতে পারছেন না। ওয়েবসাইট থেকেও কোনো খবর তারা শেয়ার করতে পারছেন না।

ফেইসবুক কর্তৃপক্ষের নাটকীয় এই পদক্ষেপের ফলে অস্ট্রেলিয়ার নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া নিয়েই উদ্বেগ তৈরি হয়েছে।

জানা যায়, সংবাদ মাধ্যমের পেইজের সঙ্গে অস্ট্রেলিয়া সরকারের স্বাস্থ্য, জ্বালানিসহ বিভিন্ন দপ্তরের পেইজও সকালে বন্ধ করে দিয়েছিল ফেইসবুক। অবশ্য পরে তারা দাবি করেছে, সরকারি পেইজ বন্ধ করা হয়েছিল ভুল করে।

এমনকি অস্ট্রেলিয়ার বাইরে থাকা মানুষরাও দেশটির কোনো গণমাধ্যমের খবর ফেইসবুকে খুঁজে পাচ্ছেন না।

Leave A Reply

Your email address will not be published.

Title