আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী,বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানরা

নিজস্ব প্রতিবেদক : আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিন। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল হযরত মুহাম্মদ (সা.) আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের এই দিনে মাত্র ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী (সা.) হিসেবে পালন করেন সারা বিশ্বের মুসলমানরা।

এর ধারাবাহিকতায় ইবাদত-বন্দেগি, মিলাদ, জসনে জুলুস, আলোচনা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের ধর্মপ্রাণ মুসলমান আজ উদ্‌যাপন করছেন ঈদে মিলাদুন্নবী। প্রতিবছরের মতো এবারও আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জশনে জুলুস আনন্দ শোভাযাত্রা। আজ রবিবার পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (স.) উদযাপন শেষে আওলাদে রাসুল (স.), সৈয়দ নজিবুল বশর আল্ হাসানী আল্- মাইজভান্ডারির নেতৃত্বে রাজধানীর শাহজানপুর থেকে হাজার হাজার মানুষ নিয়ে এক বিশাল জশনে জুলুস আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave A Reply

Your email address will not be published.

Title