ইসলামকে ‘মহান ধর্ম’ হিসেবে স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাবনা

অনলাইন ডেস্ক: বিশ্বের অন্যতম বহুল প্রচলিত ধর্ম ইসলামকে ‘মহান ধর্ম’ হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে মার্কিন কংগ্রেসে। বিশ্বজুড়ে শান্তি এবং সম্প্রীতি এগিয়ে নিতে ইসলামের অবদানের স্বীকৃতি হিসেবে দেশটির কংগ্রেসে এই প্রস্তাব উত্থাপন করা হয়েছে। মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

টেক্সাস থেকে নির্বাচিত কংগ্রেসম্যান আল গ্রিন এই প্রস্তাবটি উত্থাপন করেন। প্রস্তাবটি সমর্থন করেন কংগ্রেসউইম্যান ইলহান ওমর, রাশিদা তালিব এবং কংগ্রেসম্যান আন্দ্রে কারসন। এই উদ্যোগ এমন এক সময়ে এল—যখন ইউরোপের একাধিক দেশে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। এ ছাড়া ইসলামকে উগ্রবাদী ধর্ম হিসেবে পরিচিত করানোর যে চেষ্টা চলছে তা থেকে ইসলামকে আলাদা করতেই এই উদ্যোগ।

ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত হাউস অব রিপ্রেজেনটেটিভসের সদস্য আল গ্রিন কংগ্রেসের পাকিস্তান ককাসের একজন সদস্য। অতীতেও তিনি একাধিকবার মুসলিমদের পক্ষে সরব হয়েছেন। ২০১৫ সালে যখন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসন বন্ধ করা নির্দেশ দেন তখন গ্রিন তার সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন।

গত ২৮ জুলাই মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভসে প্রস্তাবটি উত্থাপন করা হয়। এই প্রস্তাবের লক্ষ্য হলো—মার্কিন সমাজে ইসলামি মূল্যবোধ ও বিশ্বাস আরও বাড়ানো, ইসলাম বিষয়ে বোঝাপড়া এবং এই ধর্মের প্রতি জনসাধারণের সম্মানের দৃষ্টিভঙ্গি বৃদ্ধি করা। প্রস্তাবনাটিকে বিবেচনার জন্য পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির কাছে পাঠানো হয়েছে।

প্রস্তাবনাটিতে ইসলামের মৌলিক নীতিমালা এবং মুসলিম সম্প্রদায়ের অনুশীলন ও ঐতিহ্যগুলো উল্লেখ করা হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে, ‘ইসলাম’ শব্দের অর্থ হলো ‘আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ’ এবং ‘শান্তি’।

এ ছাড়া প্রস্তাবনাটিতে আরও বলা হয়েছে, পবিত্র কোরআন ইসলামের মৌলিক ধর্মগ্রন্থ এবং মুসলমানেরা এটিকে তাঁদের ঐশ্বরিক নির্দেশনার গ্রন্থ বলে মনে করে। এতে আরও বলা হয়েছে যে—ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল ধর্ম, বিশ্বব্যাপী আনুমানিক ২০০ কোটি মানুষ এই ধর্মের অনুসারী এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও ৩৫ লাখ মুসলমান বসবাস করে।

Leave A Reply

Your email address will not be published.

Title