করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের বিন্দুমাত্র পরিকল্পনাও ছিল না

নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের বিন্দুমাত্র পরিকল্পনাও ছিল না বলে মন্তব্য করেছেন বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই মাহবুব ।

মঙ্গলবার গনমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত কোনো রোগী হাসপাতালে ভর্তি হলে তাদের ৮০ থেকে ৯০ শতাংশের অক্সিজেনের প্রয়োজন হয়। অন্যথায় হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় না। এ পরিস্থিতিতে নিজেদের সক্ষমতা বাড়ানোর প্রতি মনোযোগী হওয়া প্রয়োজন ছিল। কিন্তু কর্তৃপক্ষ তা করেনি। হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, আইসিইউ থেকে শুরু করে অন্যান্য সামগ্রীর মতো অক্সিজেন নিয়েও তারা একই কাজ করেছে। এখন ভারত অক্সিজেন সরবরাহ বন্ধ করায় বাংলাদেশও বিপদে পড়তে যাচ্ছে। দ্রুত বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

Leave A Reply

Your email address will not be published.

Title