কাপাসিয়ায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা  যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে ।

উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৃথকভাবে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ , আনন্দ র্র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান ,কেক উৎসব , চিত্রাঙ্গন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ও পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয় ।

উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ফরহাদ শামীম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হারুন-অর-রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মারজিয়া সরকার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ও কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন, সাধারণ সম্পাদক আমির হামজা, সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

Title