কাপাসিয়ায় আউটঅব স্কুল চিলড্রেন  এডুকেশন প্রোগ্রামের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এসডিআই আয়োজনে  উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট অব স্কুল চিলড্রেন  এডুকেশন প্রোগ্রামে (পিইডিপি ৪) অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ ও ২২ মার্চ সোমবার কাপাসিয়া উপজেলার তরগাঁও,কাপাসিয়া, চাঁদপুর,দূর্গাপুর, ও বারিষাব  ইউনিয়নে  অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এসডিআই) নির্বাহী পরিচালক তৈয়বা খানমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো গাজীপুরের সহকারী পরিচালক মো.আলী আকবর, চাঁদপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সরকার, তরগাঁও ইউপি চেয়ারম্যান আয়ুবুর রহমান সিকদার, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান এম এ গাফফার, বারিষাব ইউপি চেয়ারম্যান আতাউ জামান বাবলু,উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহরাব রোস্তম, প্রধান শিক্ষক ফেরদৌস আরা দিপু,লাভলী বেগম,আশরাফুল আলম খান, এমদাদুল হক আরমান, আ,লীগ নেতা আব্দুল হালিম মাস্টার, ইউপি সদস্য বিলকিস বেগম,সুমা ফরাজী, সাংবাদিক নূরুল আমীন সিকদার,  উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কাপাসিয়া  উপজেলার উপজেলা প্রোগ্রাম  ম্যানেজার মাহবুবুর রহমান,
উপজেলা প্রশাসন  কাপাসিয়া ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো গাজীপুর এর সহযোগিতা কাপাসিয়া উপজেলায় ৭০ বিদ্যালয় পরিচালনা করবে  বাস্তবায়নকারী এনজিও সাসটেইনেবল  ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এসডি

Leave A Reply

Your email address will not be published.

Title