চাঁদপুরে ইয়াবাসহ ০২ জনকে আটক করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭,৫০৫ পিস ইয়াবাসহ ০২ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১১ জুলাই ২০২৩) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১১ জুলাই ২০২৩ আনুমানিক ১৫০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেয়া হয়। কাঠের বোটটি তল্লাশী করে একটি ফলের (কমলা) ব্যাগে ভিতরে লুকানো অবস্থায় ৭,৫০৫ (সাত হাজার পাঁচশত পাঁচ) পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, ১। মোঃ রিয়াজ (২২), শরিয়তপুর জেলার সখিপুর থানার দেওয়ান কান্দি গ্রামের বাসিন্দা ও ২। মোঃ শাহফাজ (৩০), চট্রগ্রাম জেলার আনোয়ারা থানার জুইদন্ডি গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত ইয়াবা বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে বোটে করে শরীয়তপুরে নিয়ে যাচ্ছিল।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title