চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে নিহত- ২

চাঁদপুর সংবাদদাতা :  চাঁদপুরের সরকারী হাসপাতালের ‘করোনা’ উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার একজন ও বৃহস্পতিবার সকালে অপরজন মারা যায় । মৃত দু’জনের বাড়ী ফরিদগঞ্জ উপজেলায় । এ ব্যাপারে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের আবাসিক ডাক্তার সুজাউদ্দৌলা রুবেল বলেন, ফরিদগঞ্জের নয়াহাট থেকে আসা ৭৫ বছর বয়সী নারী আনোয়ারা বেগম গত পরশুদিন মঙ্গলবার ভর্তি হন এবং গতকাল তিনি মারা যান । এবং ফরিদগঞ্জের লাড়ুয়া গ্রাম থেকে আসা ১৪ বছরের তরুণী শারমিন আক্তার গতকাল বুধবার ভর্তি হন এবং বৃহস্পতিবার সকালে মারা যান । তাদের করোনা ছিলো কিনা তার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে তারা করোনায় আক্রান্ত ছিলো কিনা !

এই ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার শিউলি হরি জানান, মৃত দুই জনের বাড়ী বর্তমানে লকডাউন করা হয়েছে।মৃত শারমিনের আত্মীয় স্বজন চাঁদপুর হাসপাতাল থেকে লাশ নিতে এসে রাগে-ক্ষোভে বলেন, আমরা চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে ভর্তি করিয়ে আজ লাস নিতে আসলাম কিন্তু শারমিন যথাযথ চিকিৎসা পায়নি,এছাড়াও তারা বলেন কি আজব আমাদের চিকিৎসা রুগি ‘মরিবার’ পর প্রমাণ হবে ‘করোনায়’ আক্রান্ত ছিলো কিনা ?

Leave A Reply

Your email address will not be published.

Title