জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্ট শুরু, উদ্বোধন করলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক:  উৎসবমুখর ও আনন্দমুখর পরিবেশে জয়তু শেখ হাসিনা অনলাইন দাবা টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।  বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি, সাউথ এশিয়ান দাবা ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের আইজিপি ডক্টর বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের কনফারেন্স রুমে টুর্নামেন্ট এর  উদ্বোধন করেছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি, সাউথ এশিয়ান দাবা ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের আইজিপি ডক্টর বেনজীর আহমেদ।জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্ট বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২০ হতে শুরু হলো। এই দাবা টুর্নামেন্ট ২৪ সেপ্টেম্বর-২২২০ শুরু হয়ে শেষ হবে শনিবার ২৬ সেপ্টেম্বর-২০২০। এই অনলাইন দাবা টুর্নামেন্টে ১৭ জন আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার খেলতেছেন। এর আগে এত গ্র্যান্ডমাস্টার কোন জায়গায় খেলেন নাই। এছাড়াও ৭৪জন খেলোয়ার খেলছেন। তার মধ্যে ২৪ জন দেশের বাইরের।এই দাবা টুর্নামেন্ট আয়োজন করেছে সাউথ এশিয়ান দাবা কাউন্সিল। এই টুর্নামেন্টটি স্পন্সর করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ। আর এই টুর্নামেন্টের সহযোগী হিসেবে কাজ করছে গোল্ডেন স্পোর্টস ক্লাব।এই দাবা টুর্নামেন্টে গ্র্যান্ডমাস্টার হিসাবে অংশগ্রহণ করছে পাঁচজন ইন্ডিয়ার , দুইজন ইন্দোনেশিয়ার,দুইজন ফিলিপাইনের, আন্তর্জাতিক মাস্টার গ্র্যান্ডমাস্টার ১ জন মালয়েশিয়ার, আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার ২ জন আফগানিস্তানের, আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দুইজন ভুটানের, আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার মালদ্বীপের দুইজন, আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দুইজন নেপালের , আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দুইজন পাকিস্তানের, আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দুইজন শ্রীলংকার, একজন করে ইরান,রাশিয়া, সিঙ্গাপুর ও ভেতনামের।এছাড়াও গোল্ডেন গোল্ডেন স্পোর্টিং ক্লাব ৪৯ জন বাংলাদেশি দাবা খেলোয়াড় কে সিলেক্ট করেছে। এই দাবা টুনামেন্টে প্রথম প্রাইস হিসেবে বারোশো ইউএস ডলার দেয়া হবে।এই টুনামেন্টে সেকেন্ড প্রাইস হিসেবে দেওয়া হবে ৮০০ ইউএস ডলার। এই টুর্নামেন্টের থার্ড প্রাইস হিসেবে দেয়া হবে ৫০০ ইউএস ডলার ।এই টুর্ণামেন্টে চতুর্থ প্রাইস হিসেবে দেয়া হবে ৩০০ ইউএস ডলার। এই টুর্নামেন্টের পঞ্চম হতে নবম প্রাইজ হিসাবে প্রত্যেককে দেয়া হবে ২০০ ইউএস ডলার, ও এই দাবা টুর্নামেন্ট দশম হতে ১৬তম প্রাইজ হিসাবে প্রত্যেককে দেয়া হবে ১০০ ইউএস ডলার।এই না বা টুনামেন্টের পুরস্কার বিতরণ করা হবে ২৭ সেপ্টেম্বর ২০২০। এই দাবা টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার সফিকুল ইসলাম,বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার এর অতিরিক্ত ডিআইজি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সেক্রেটারি জনাব ডক্টর শোয়েব রিয়াজ আলম, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাউথ এশিয়ান চেঞ্জ কাউন্সিলের এডভাইজার প্রেসিডেন্ট জনাব সৈয়দ শিহাব উদ্দীন শামীম,গোল্ডেন স্পোর্টস ক্লাবের সভাপতি জনাব মোহাম্মদ আমির আলী রানা।

Leave A Reply

Your email address will not be published.

Title