জোয়ারে ক্ষতিগ্রস্তদের মাঝে নিঝুমদ্বীপ ইউপি চেয়ারম্যানের খবার বিতরণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি: বেড়ি বাঁধ না থাকায় মেঘনা নদীর জোয়ারের পানিতে প্লাবিত পুরো নিঝুমদ্বীপ ইউনিয়ন। মানুষের বাড়ি ঘরে পানি উঠে যাওয়ায় মানবেতর জীবণ যাপন করতে তারা। এদিকে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারী সাহার্য্য আসতে দেরি হওয়ায় নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন নিজ উদ্যেগে জোয়ারে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন। শনিবার দিনভর ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন স্থানে তিনি এই খাবার বিতরণ করেন। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিঝুমদ্বীপ ইউপি চেয়ারম্যান মেহরাজ উদ্দিন জানান, বেড়িবাঁধ না থাকায় অল্প বৃষ্টি আর সামান্য জোয়ারের মানুষের ঘরের চালের উপর উঠে যায় পানি। মানুষ নিদারুন দূর্ভোগের মধ্যে দিনাতিপাত করছে। এখানে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ভেসে গেছে মানুষের মাছের ঘের, পুকুব, গবাদি ও গৃহ পালিত পশু। এসব মানুষকে রক্ষা করতে হলে দ্রæত ইউনিয়নের চারপাশে বেড়ি বাঁধ নির্মাণ করতে হবে। তিনি আরো জানান, জোয়ারে পানির কারণে নিঝুমদ্বীপের হরিণগুলোর জীবনও বিপন্ন হয়ে পড়েছে। হরিণ রক্ষায়ও দ্রæত প্রদক্ষেপ নেয়া দরকার।

Leave A Reply

Your email address will not be published.

Title