দেবীকে আহ্বানের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু


নিজস্ব প্রতিবেদক : আজ শারদীয় দুর্গোৎসবের মহালয়া। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তি প্রতিষ্ঠায় মর্ত্যে আসবেন দেবী দুর্গা। ভোর থেকে পূজা আর্চনার মধ্য দিয়েই শুরু হয়েছে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

মহালয়া এলেই সেই দেবী-বন্দনার সুর ধ্বনিত হয় বাংলার হৃদয়ে। দূর থেকে ভেসে আসে ‘যা দেবী সর্বভূতেষু…’ মহালয়ার মন্ত্রোচারণ। বুকের মধ্যে জাগে আনন্দ-শিহরিত কম্পন, মা আসবেন। প্রতিমা তৈরি শেষ। মাটির শেষ প্রলেপটুকুও শুকিয়ে এসেছে অনেকটা। বাহারি রঙ চড়ছে প্রতিমার গায়। নিপুণ শিল্পী তার তুলির আলতো ছোঁয়ায় জাগিয়ে তুলছেন মা দুর্গাকে।

সনাতন ধর্মাবলম্বিদের মতে মা দূর্গা তার ভক্তদের কাছে আসার যাত্রা শুরু করেছে আজ। দেবীপক্ষের আজ শুরু, বিজয়া দশমীতে যার সমাপ্তি।

Leave A Reply

Your email address will not be published.

Title