দেশে দাবা খেলার নিজস্ব স্থান নেই, তৈরি করাটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: দেশে দাবা খেলার নিজস্ব স্থান নেই। এই স্থান তৈরি করাটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বাংলাদেশ দাবা ফেডারেশন, সাউথ এশিয়ান দাবা ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের আইজিপি ডক্টর বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের কনফারেন্স রুমে টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ডক্টর বেনজীর আহমেদ বলেন, এই অনলাইন দাবা টুনামেন্টে ১৭ জন আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার খেলতেছেন। এর আগে এত গ্র্যান্ডমাস্টার কোন জায়গায় খেলেন নাই। এই দাবা টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার সফিকুল ইসলাম,বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার এর অতিরিক্ত ডিআইজি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সেক্রেটারি জনাব ডক্টর শোয়েব রিয়াজ আলম, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাউথ এশিয়ান চেঞ্জ কাউন্সিলের এডভাইজার প্রেসিডেন্ট জনাব সৈয়দ শিহাব উদ্দীন শামীম,গোল্ডেন স্পোর্টস ক্লাবের সভাপতি জনাব মোহাম্মদ আমির আলী রানা।এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার এর এআইজি মিডিয়া জনাব মীর সোহেল রানা, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া জনাব মাহবুবুর রহমান ও জনাব মাহফুজ মাসুম,কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের ডেভলপমেন্ট অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের হেড (ভারপ্রাপ্ত) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জনাব ডক্টর জহির বিশ্বাস ও বাংলাদেশ কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ বিজনেস স্কুল বিভাগের হেড অ্যাসোসিয়েট প্রফেসর জনাব এসএম আরিফুজ্জামান। এই উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের ডক্টর আদনান।

Leave A Reply

Your email address will not be published.

Title