ধোনিকেই সেরা মানছেন গিলক্রিস্ট

স্পোর্টস ডেস্ক : মহেন্দ্র সিংহ ধোনিকে সেরা উইকেটকিপার হিসেবে বেছে নিলেন গিলক্রিস্ট। উইকেটকিপার হিসেবে ধোনির নামের পাশে রয়েছে ৬৩৪টি ক্যাচ এবং ১৯৫টি স্টাম্পিং। তবে ধোনির ব্যাটিং দক্ষতা তাঁর কিপিংকেও ছাপিয়ে গিয়েছে। ওয়ান ডে ক্রিকেটে ১০,৭৭৩ রান রয়েছে সেরা ফিনিশারের। ব্যাটিং গড় ৫০.৮৩। ক্যাপ্টেন কুলের নেতৃত্বে ভারত জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও।

গিলক্রিস্ট বলেছেন, ‘‘ধোনির ক্রিকেট জীবনটা আমি খুব ভাল ভাবে দেখেছি এবং, আমার দারুণ লেগেছে। একটা দুরন্ত সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে তুলে ধরেছিল। তার পরে ওকে সবাই ভালবাসতে শুরু করে। যে ধরনের ক্রিকেটটা ও খেলত, তাতে খুব জনপ্রিয় হয়েও ওঠে।’’ যোগ করছেন, ‘‘এর পরে বিশাল খ্যাতি, প্রাচুর্য— সব কিছুরই মালিক হয়ে বসে ধোনি। ভারতের মতো একটা দেশে, যেখানে ক্রিকেট বলতে মানুষ পাগল, সেখানে এই নাম-যশ সামলানো কিন্তু মুখের কথা নয়। যে ভাবে ধোনি নিজেকে সামলেছে, সেটা এক কথায় অসাধারণ।’’

প্রাক্তন অস্ট্রেলীয় তারকা আলাদা করে মাঠে এবং মাঠের বাইরে ধোনির ঠান্ডা মাথার কথা বলেছেন। গিলক্রিস্টের কথায়, ‘‘মাঠে ধোনির ঠান্ডা মাথার পরিচয় পেয়েছি। মাঠের বাইরেও আমি যতটুকু ওকে চিনি, খুবই শান্ত প্রকৃতির। ওর প্রশংসা না করে উপায় নেই। ধোনির পরম্পরা, প্রভাব ভারতীয় ক্রিকেট ও ভারতীয় সমাজের উপরে অনেক, অনেক দিন থাকবে।’’

Leave A Reply

Your email address will not be published.

Title