বছরের শেষ ম্যাচেও জয় পেয়েছে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শেষ ম্যাচেও জয় পেয়েছে লিভারপুল। গতকাল রবিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে উলভার হ্যাম্পটনকে ১-০ গোলে হারায় ক্লপের শিষ্যরা।

এদিন ম্যাচের ৪২তম মিনিটে গোলের অপেক্ষা শেষ হয় লিভারপুলের। নিজেদের সীমানা থেকে উড়ে আসা বল ডি-বক্সে পেয়ে হেডে সামনে বাড়াতে চেয়েছিলেন উলভার হ্যাম্পটনের অ্যাডাম লালানা, কিন্তু পারেননি তিনি। বরং বল তার কাঁধে লাগার পর ফাঁকায় পেয়ে ডান পায়ের শটে প্রতিপক্ষের জালে পাঠান লিভারপুলের মানে। রেফারি শুরুতে হ্যান্ডবলের বাঁশি বাজিয়ে গোলটি দেননি, তবে ভিএআরের সাহায্যে পরে সিদ্ধান্ত বদলান।

বিরতির কিছুক্ষণ আগে কর্নার থেকে বল পেয়ে লিভারপুলের জালে বল জড়ান পেদ্রো নেতো। কিন্তু এবারও ভিএআরে কপাল পুড়ে উলভার হ্যাম্পটনের। অফসাইডের বাঁশি বাজান রেফারি।

শেষ পর্যন্ত এই হতাশা নিয়েই মাঠ ছাড়ে উলভার হ্যাম্পটন। অথচ দুই দিন আগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেছিল তারা।

জয়ে ১৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল লিভারপুল। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা লেস্টারের পয়েন্ট ৪২। আর ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে ম্যান সিটি।

Leave A Reply

Your email address will not be published.

Title