বছর ঘুরে আবারো এলেন বিদ্যার দেবী সরস্বতী

বছর ঘুরে আবারো এলেন বিদ্যার দেবী সরস্বতী। তার আশির্বাদ নিতে বুধবার সকাল থেকেই শুরু হয়েছে অর্চনা। এবারো রাজশাহীতে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে সরস্বতী পূজা। এ দিন ভোর থেকেই বাড়িতে-বাড়িতে শুরু হয় পূজার প্রস্তুতি। ঘরে ঘরে উলুর ধ্বনি সাথে শাঁকে ফুঁ।


বাড়ির পাশাপাশি রাজশাহী নগরীসহ জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বইছে উৎসবের আমেজ। সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কলেজসহ শিক্ষানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা পূজা অর্চনা করেন।
এ উপলক্ষে সবাই সাজেন বাহারী সাজে। কেউ পড়ে আসে শাড়ি, আবার কেউ আসে পাঞ্জাবী পরে দেবীর আশির্বাদ নিতে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি নগরীর বিভিন্ন পূজা মন্ডপেও পালিত হচ্ছে এই পূজা। সেখানেও দেবীর আশির্বাদ নিতে ছুটে যান অনেকে।

Leave A Reply

Your email address will not be published.

Title