বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

বদলগাছী, নওগাঁ: নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা(পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বদলগাছী উপজেলা প্রশাসন এসব উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) সুমন জিহাদী ও উপজেলা ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী, সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মাজেদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, সমবায় কর্মকর্তা লুৎফর রহমান প্রমূখ।
উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ৫০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ৮১ জনকে শিক্ষা উপবৃত্তি ও ১১২ জনকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

Title